সাংবাদিক হেনস্থায় কেন্দ্রের কাছে কঠোর আইনি পদক্ষেপের আর্জি জানাল ইজিআই

- আপডেট : ৮ এপ্রিল ২০২২, শুক্রবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্ক: সাংবাদিক নিগ্রহের ঘটনায় এবার সরব হল এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া (ইজিআই)। মধ্যপ্রদেশ ও ওড়িশাতে সাংবাদিকদের ওপর পুলিশের নির্মম আচরণকে ‘অত্যন্ত বর্বরোচিত’ ঘটনা বলে উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাল ইজিআই। কেন্দ্রের কাছে ইজিআই-এর আর্জি গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবাদপত্রের স্বাধীনতাকে সম্মান করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে নির্দেশ দিতে বলুন।
ইজিআই বলেছে, ‘যে কোনও স্বাধীন রিপোর্টিংকে দমন করার প্রয়াসে সাংবাদিক, স্ট্রিংগার এবং জেলা রিপোর্টারদের সঙ্গে পুলিশ প্রায়শই যে অমানবিক আচরণ করে তা অত্যন্ত উদ্বেগের বিষয়। গিল্ড জানিয়েছে, পুলিশ ও রাজনৈতিক নেতা-কর্মীদের এইভাবে সাংবাদিকদের হেনস্থা করা, নির্লজ্জের মতো আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। এবার এর বিচার হওয়া দরকার। গিল্ড সাংবাদিক নিগ্রহের ঘটনায় স্পষ্টভাবে বলেছে, যারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। মধ্যপ্রদেশ ও ওড়িশার কথা উল্লেখ করে একটি বিবৃতিতে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, দুটি ঘটনার “অবিলম্বে” বিবেচনা করার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করছি।
উল্লেখ্য, গত ২ এপ্রিল মধ্যপ্রদেশে সিধির কোতোয়ালি থানায় সাংবাদিক সহ কয়েকজন প্রতিবাদীকে গ্রেফতার করে তাদের বিবস্ত্র করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তার মধ্যে ছিলেন ইউটিউবার, সাংবাদিক কণিষ্ক তিওয়ারি। সিধি জেলার পুলিশ সুপার মুকেশ কুমার জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর পরেই ওই থানার দুই পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয় বলে, বৃহস্পতিবার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান। ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ওড়িশায় একজন স্থানীয় বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিক লোকনাথ দালেইকে পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়। তাকে গ্রেফতার করে তাকে লকআপে মারধর করা হয়েছিল।