পুবের কলম, ওয়েবডেস্ক: মুসলিমদের দ্বিতীয় বড় উৎসব ঈদুল আযহা। বুধবার ভারত সহ বাংলাদেশে পালিত হবে ঈদুল আযহা। তার ঠিক একদিন আগেই জাপানে পালিত হচ্ছে ঈদ। বাংলাদেশ কন্টিনজেন্টের একাংশ এরbমধ্যে অলিম্পিকে অংশগ্রহণের জন্য টোকিওতে রয়েছেন। জাপানে ভোররাত সাড়ে চারটার দিকে ঈদ জামাত হয়। অলিম্পিকে অংশগ্রহণ করতে যাওয়া মুসলিম দেশগুলোর খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা একসঙ্গে ঈদের জামাতে নামায আদায় করেন। করোনা বিধি নিষেধের মধ্যে রয়েছেন সেখানকার অ্যাথলেটরা। ঈদের নামায গেমস ভিলেজ জোনের মধ্যেই পড়েছেন তারা। আগামী ২৩ জুলাই থেকে অলিম্পিক শুরু হবে। উদ্বোধনের দিনই আর্চারির রাঙ্কিং রাউন্ড। তাই জাপানে ঈদের দিন বিশ্রামের পরিবর্তে মুসলিম অ্যাথলেটদের কাটবে অনুশীলন ও খেলার পরিকল্পনার মধ্যে দিয়ে।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
টোকিও অলিম্পিকে ঈদ উদযাপন
-
বিপাশা চক্রবর্তী - আপডেট : ২০ জুলাই ২০২১, মঙ্গলবার
- 59
ট্যাগ :
Eid celebrations
সর্বধিক পাঠিত
























