২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদেই পরীক্ষা আইআইটি মাদ্রাজে

ইমামা খাতুন
  • আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 112

পুবের কলম প্রতিবেদকঃ ঈদ-উল-আযহা জাতীয় ছুটি। সেই ছুটির দিনেও ডাটা সায়েন্স-এর পরীক্ষা রাখল আইআইটি মাদ্রাজ! এই নিয়ে আইআইটি মাদ্রাজ-এর পরীক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেছেন। কেন ঈদের দিন পরীক্ষা, এই নিয়ে ই-মেইল-এর মাধ্যমে জানতে চাওয়া হলে জবাবে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিয়েছে।

 

আরও পড়ুন: ২০২৬ সালে পবিত্র রমযান মাস শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

হল টিকিটও জেনারেট হয়ে গিয়েছে। এই পরীক্ষায় অংশ নেবে বলে আগে থেকেই হাজির হয়েছেন বহু পরীক্ষার্থী, আবার অনেকের টিকিট কাটাও হয়ে গিয়েছে। তাই এই মুহূর্তে পরীক্ষার তারিখ বদলানোও সম্ভব নয়। এতে পরীক্ষার্থীদের অসুবিধা হওয়ার কথা নয়।

আরও পড়ুন: ঈদ-উল-আযহা উপলক্ষে বাদুড়িয়ায় বিশেষ প্রশাসনিক সভা

বাঙালি মুসলিম বিশিষ্টদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন বেস-এর অ্যাসিসটেন্ট সাধারণ সম্পাদক শেখ আবিদ হাসান বলেন, ঈদের দিনেই পরীক্ষা! বিষয়টি দেখে তাজ্জব। কীভাবে একটি সম্প্রদায়ের অন্যতম উৎসবের দিন পরীক্ষা রাখত হল। আবার ওই দিন তো রবিবারের ছুটিও থাকে। তাছাড়া ঈদের দিন জাতীয় ও আঞ্চলিক ছুটি।

আরও পড়ুন: ঈদ-উল-আযহা: পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে জোরদার প্রস্তুতি পুরনিগমের

 

তাই পরীক্ষার দিনক্ষণ বদলের জন্য আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের কাছে ই-মেলে চিঠি লিখে জানতে চাওয়া হয়, ঈদের দিনে পরীক্ষা কেন? যেহেতু এটি আভ্যন্তরীন ডাটাবেস পরীক্ষা। অনলাইনে পরীক্ষা হলেও সশরীরে সেন্টারে হাজির থাকতে হবে পরীক্ষার্থীদের। তাঁর প্রশ্ন, কেন মাদ্রাজ আইআইটির মুসলিম পড়ুয়াদের ঈদ উৎসব পালন করতে পারবেন না।

এদিকে ঈদের দিনে পরীক্ষা রাখার ফলে মাদ্রাজ আইআইটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্দজন ও অভিভাবকরা। অধ্যাপক, অভিভাবক, বিশিষ্ট মহলের বক্তব্য, এবার ঈদের দিন পরীক্ষা নিয়ে মুসলিম ছাত্রছাত্রীদের উপর মানসিকভাবে চাপ দিতে চাইছে কর্তৃপক্ষ। যা চরম নিন্দনীয়।

কেন্দ্রীয় সরকারের তালিকায় অন্যান্য ছুটির সঙ্গে ঈদ-উল-আজহাকে রাখা হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ আইআইটি মাদ্রাজও কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা দেশের একটি মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে এই দ্বিচারিতা কেন, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিশিষ্টদের মধ্যে।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঈদেই পরীক্ষা আইআইটি মাদ্রাজে

আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদকঃ ঈদ-উল-আযহা জাতীয় ছুটি। সেই ছুটির দিনেও ডাটা সায়েন্স-এর পরীক্ষা রাখল আইআইটি মাদ্রাজ! এই নিয়ে আইআইটি মাদ্রাজ-এর পরীক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেছেন। কেন ঈদের দিন পরীক্ষা, এই নিয়ে ই-মেইল-এর মাধ্যমে জানতে চাওয়া হলে জবাবে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিয়েছে।

 

আরও পড়ুন: ২০২৬ সালে পবিত্র রমযান মাস শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

হল টিকিটও জেনারেট হয়ে গিয়েছে। এই পরীক্ষায় অংশ নেবে বলে আগে থেকেই হাজির হয়েছেন বহু পরীক্ষার্থী, আবার অনেকের টিকিট কাটাও হয়ে গিয়েছে। তাই এই মুহূর্তে পরীক্ষার তারিখ বদলানোও সম্ভব নয়। এতে পরীক্ষার্থীদের অসুবিধা হওয়ার কথা নয়।

আরও পড়ুন: ঈদ-উল-আযহা উপলক্ষে বাদুড়িয়ায় বিশেষ প্রশাসনিক সভা

বাঙালি মুসলিম বিশিষ্টদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন বেস-এর অ্যাসিসটেন্ট সাধারণ সম্পাদক শেখ আবিদ হাসান বলেন, ঈদের দিনেই পরীক্ষা! বিষয়টি দেখে তাজ্জব। কীভাবে একটি সম্প্রদায়ের অন্যতম উৎসবের দিন পরীক্ষা রাখত হল। আবার ওই দিন তো রবিবারের ছুটিও থাকে। তাছাড়া ঈদের দিন জাতীয় ও আঞ্চলিক ছুটি।

আরও পড়ুন: ঈদ-উল-আযহা: পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে জোরদার প্রস্তুতি পুরনিগমের

 

তাই পরীক্ষার দিনক্ষণ বদলের জন্য আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের কাছে ই-মেলে চিঠি লিখে জানতে চাওয়া হয়, ঈদের দিনে পরীক্ষা কেন? যেহেতু এটি আভ্যন্তরীন ডাটাবেস পরীক্ষা। অনলাইনে পরীক্ষা হলেও সশরীরে সেন্টারে হাজির থাকতে হবে পরীক্ষার্থীদের। তাঁর প্রশ্ন, কেন মাদ্রাজ আইআইটির মুসলিম পড়ুয়াদের ঈদ উৎসব পালন করতে পারবেন না।

এদিকে ঈদের দিনে পরীক্ষা রাখার ফলে মাদ্রাজ আইআইটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্দজন ও অভিভাবকরা। অধ্যাপক, অভিভাবক, বিশিষ্ট মহলের বক্তব্য, এবার ঈদের দিন পরীক্ষা নিয়ে মুসলিম ছাত্রছাত্রীদের উপর মানসিকভাবে চাপ দিতে চাইছে কর্তৃপক্ষ। যা চরম নিন্দনীয়।

কেন্দ্রীয় সরকারের তালিকায় অন্যান্য ছুটির সঙ্গে ঈদ-উল-আজহাকে রাখা হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ আইআইটি মাদ্রাজও কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা দেশের একটি মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে এই দ্বিচারিতা কেন, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিশিষ্টদের মধ্যে।