০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ-উল-আযহা: মুসলিম উম্মাহর কাছে বিশেষ আর্জি নাখোদা মসজিদ কর্তৃপক্ষের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 50

পুবের কলম প্রতিবেদক: আগামী রবিবার পালিত হবে ঈদ-উল-আযহা মানে কুরবানীর ঈদ। এই কুরবানীর ঈদের আগে বিশেষ সচেতনতার বার্তা ও মুসলিম উম্মাহর আর্জি জানাল নাখোদা মসজিদ কর্তৃপক্ষ। কলকাতার নাখোদা মসজিদের ট্রাস্টি নাসের ইব্রাহিম এক আবেদনে বলেন, ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা পালনের জন্য প্রশাসন কর্তৃক নির্ধারিত নিয়ম-শৃঙ্খলা সবাইকে মেনে চলতে হবে, এটা সকলের দায়িত্ব। একজন দায়বদ্ধ নাগরিক হিসাবে সবাইকে কতকগুলি বিষয় মেনে চলা দরকার উল্লেখ করেন তিনি। সে বিষয়ে নির্দিষ্ট আঙ্গিকে কতকগুলি বিষয় তুলে ধরেন নাসের ইব্রাহিম।

নাখোদা মসজিদের ট্রাস্টি নাসের ইব্রাহিম উল্লেখ করেন, সবাইকে অতিরক্ত খরচ করা থেকে বিরত থাকতে হবে। তার বদলে অভাবীদের স্বার্থে ও মানবতার কাজে টাকা খরচ করতে হবে। কুরবানী পশু কেনা, বহন করা ইত্যাদির ক্ষেত্রে অন্যদের ভাবাবেগের দিকে খেয়াল রাখতে হবে। কুরবানী সংক্রান্ত ছবি বা ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে দেওয়া থেকে বিরত থাকতে হবে।

মুসলিম উম্মাহর কাছে আরও আর্জি জানানো হয়েছে, ঈদ-উল-আযহা হচ্ছে ত্যাগের উৎসব। এ ক্ষেত্রে সাবইকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে অমুসলিম ভাইদের ভাবাবেগে আঘাত না লাগে। কুরবানী স্থল যেন ঘেরা থাকে এবং মাংস বহন করতে হবে কালো প্যাকেটে যাতে বাইরে থেকে দেখা না যায়। কুরবানীর পর সেই স্থানকে পরিষ্কার করতে হবে এবং স্বাস্থ্যবিধির দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে কুরবানীর পর সেই জায়গাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পুরসভার সাহায্য নেওয়া যেতে পারে বলেও উল্লেখ করেছেন নাসের ইব্রাহিম।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঈদ-উল-আযহা: মুসলিম উম্মাহর কাছে বিশেষ আর্জি নাখোদা মসজিদ কর্তৃপক্ষের

আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: আগামী রবিবার পালিত হবে ঈদ-উল-আযহা মানে কুরবানীর ঈদ। এই কুরবানীর ঈদের আগে বিশেষ সচেতনতার বার্তা ও মুসলিম উম্মাহর আর্জি জানাল নাখোদা মসজিদ কর্তৃপক্ষ। কলকাতার নাখোদা মসজিদের ট্রাস্টি নাসের ইব্রাহিম এক আবেদনে বলেন, ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা পালনের জন্য প্রশাসন কর্তৃক নির্ধারিত নিয়ম-শৃঙ্খলা সবাইকে মেনে চলতে হবে, এটা সকলের দায়িত্ব। একজন দায়বদ্ধ নাগরিক হিসাবে সবাইকে কতকগুলি বিষয় মেনে চলা দরকার উল্লেখ করেন তিনি। সে বিষয়ে নির্দিষ্ট আঙ্গিকে কতকগুলি বিষয় তুলে ধরেন নাসের ইব্রাহিম।

নাখোদা মসজিদের ট্রাস্টি নাসের ইব্রাহিম উল্লেখ করেন, সবাইকে অতিরক্ত খরচ করা থেকে বিরত থাকতে হবে। তার বদলে অভাবীদের স্বার্থে ও মানবতার কাজে টাকা খরচ করতে হবে। কুরবানী পশু কেনা, বহন করা ইত্যাদির ক্ষেত্রে অন্যদের ভাবাবেগের দিকে খেয়াল রাখতে হবে। কুরবানী সংক্রান্ত ছবি বা ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে দেওয়া থেকে বিরত থাকতে হবে।

মুসলিম উম্মাহর কাছে আরও আর্জি জানানো হয়েছে, ঈদ-উল-আযহা হচ্ছে ত্যাগের উৎসব। এ ক্ষেত্রে সাবইকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে অমুসলিম ভাইদের ভাবাবেগে আঘাত না লাগে। কুরবানী স্থল যেন ঘেরা থাকে এবং মাংস বহন করতে হবে কালো প্যাকেটে যাতে বাইরে থেকে দেখা না যায়। কুরবানীর পর সেই স্থানকে পরিষ্কার করতে হবে এবং স্বাস্থ্যবিধির দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে কুরবানীর পর সেই জায়গাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পুরসভার সাহায্য নেওয়া যেতে পারে বলেও উল্লেখ করেছেন নাসের ইব্রাহিম।