১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আট মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবি, স্বামী সন্তান-সহ গ্রেফতার বাংলাদেশে

মারুফা খাতুন
  • আপডেট : ২২ অগাস্ট ২০২৫, শুক্রবার
  • / 173

পুবের কলম ওয়েবডেস্কবীরভূমের আট মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবি, তাঁর স্বামী দানিশ শেখ ও আট বছরের সন্তানকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। বাংলায় কথা বলার জন্য বিএসএফ তাদের বাংলাদেশে ‘পুশব্যাক’ করেছিল। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে তাদের আটক করা হয়।  একই সঙ্গে মুরারইয়ের বাসিন্দা সুইটি বিবি ও তার দুই সন্তানকেও বাংলাদেশ পুলিশ তাদের হেফাজতে নেয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার  রেজাউল করিম জানান, তাদের কাছ থেকে ভারতীয় নথি উদ্ধার হয়েছে। আদালতের নির্দেশে আপাতত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মহিলা ও শিশু থাকায় বিষয়টি সহানুভূতির দৃষ্টিকোণ থেকে  দেখা হচ্ছে। সোনালি ও সুইটির পরিবার দাবি করেছে, গত জুনে দিল্লি পুলিশ তাদের আটক করেছিল। দীর্ঘদিন ধরে দিল্লিতে পরিচারিকা ও কাগজকুড়োনোর কাজ করছিলেন তারা।

আরও পড়ুন: আট মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবির মামলা দ্রুত শোনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

বুধবার এই নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা চলছে তাই এখনই এই নিয়ে কোন সিদ্ধান্ত হচ্ছে না। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম জানিয়েছেন, সোনালি ও তার পরিবারকে ফেরানোর জন্য আইনি লড়াই চালানো  হচ্ছে। অন্যদিকে,  সোনালির আত্মীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় বিদেশে সন্তানের জন্ম হলে বড় আইনি জটিলতায় পড়তে হবে।

গত বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী ২৯ অগস্ট, সুপ্রিম কোর্টে রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের তরফ থেকে যে মামলা দায়ের করা হয়েছিল তার শুনানি আছে। তাই  হাই কোর্টের  মামলার শুনানি হবে  আগামী ১০ই সেপ্টেম্বর।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আট মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবি, স্বামী সন্তান-সহ গ্রেফতার বাংলাদেশে

আপডেট : ২২ অগাস্ট ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কবীরভূমের আট মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবি, তাঁর স্বামী দানিশ শেখ ও আট বছরের সন্তানকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। বাংলায় কথা বলার জন্য বিএসএফ তাদের বাংলাদেশে ‘পুশব্যাক’ করেছিল। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে তাদের আটক করা হয়।  একই সঙ্গে মুরারইয়ের বাসিন্দা সুইটি বিবি ও তার দুই সন্তানকেও বাংলাদেশ পুলিশ তাদের হেফাজতে নেয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার  রেজাউল করিম জানান, তাদের কাছ থেকে ভারতীয় নথি উদ্ধার হয়েছে। আদালতের নির্দেশে আপাতত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মহিলা ও শিশু থাকায় বিষয়টি সহানুভূতির দৃষ্টিকোণ থেকে  দেখা হচ্ছে। সোনালি ও সুইটির পরিবার দাবি করেছে, গত জুনে দিল্লি পুলিশ তাদের আটক করেছিল। দীর্ঘদিন ধরে দিল্লিতে পরিচারিকা ও কাগজকুড়োনোর কাজ করছিলেন তারা।

আরও পড়ুন: আট মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবির মামলা দ্রুত শোনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

বুধবার এই নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা চলছে তাই এখনই এই নিয়ে কোন সিদ্ধান্ত হচ্ছে না। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম জানিয়েছেন, সোনালি ও তার পরিবারকে ফেরানোর জন্য আইনি লড়াই চালানো  হচ্ছে। অন্যদিকে,  সোনালির আত্মীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় বিদেশে সন্তানের জন্ম হলে বড় আইনি জটিলতায় পড়তে হবে।

গত বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী ২৯ অগস্ট, সুপ্রিম কোর্টে রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের তরফ থেকে যে মামলা দায়ের করা হয়েছিল তার শুনানি আছে। তাই  হাই কোর্টের  মামলার শুনানি হবে  আগামী ১০ই সেপ্টেম্বর।