০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শিখ তীর্থযাত্রীর কোল থেকে মায়ের কাছে ফিরতে নারাজ একরত্তি! পাকিস্তানের ভাইরাল ভিডিয়ো

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ মে ২০২২, সোমবার
  • / 56

পুবের কলম, ওয়েবডেস্কঃ শিশুদের মন পবিত্র। তাদের ভালোবাসাও হয় কলুষতাহীন। সেখানে কোনও কাঁটাতারের বেড়া, ধর্মীয় পরিচয়ের ছুৎমার্গ থাকে না। বলিউডি সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’ ভারত-পাকিস্তান সীমান্ত উপেক্ষা করে ‘মুন্নি’র সঙ্গে ভাইজান সলমনের স্নেহ-ভালোবাসার সম্পর্ক দেখিয়েছিল। এবার ছবিটা একটু ভিন্ন। তবে তার মূল সুর একই।

পাকিস্তানের গুরুদোয়ারায় তীর্থ করতে গিয়েছিলেন এপারের শিখ ধর্মপ্রাণ ব্যক্তিরা। সেখানেই এক দাড়ি-পাগড়িওয়ালা শিখকে ছেড়ে নিজের মায়ের কোলে ফিরে যেতে চাইল না এক শিশুকন্যা। তার কোলে উঠে সেই একরত্তি আর কিছুতেই নামতে চায় না। ওই শিখ ভদ্রলোকের কোলে থাকার জন্য সে মা-কেও ছাড়তে রাজি। এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সীমান্ত-ধর্ম-পরিচয়ভেদ ভুলে শিখ ভদ্রলোক ও মুসলিম মেয়েটির এমন বাৎসল্যে আপ্লুত অনেকেই।

আরও পড়ুন: Nirav Modi-Vijay Mallya Extradition: ভারতের জেল নরক সমতুল্য: বিজয় মাল্য, নীরব মোদি

ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেয়ে শিশুটি ওই বয়স্ক শিখকে এমনভাবে জড়িয়ে ধরেছে যেন সে তার চিরচেনা। বিচ্ছেদ হয়েছিল। বহুদিন পর ফের সাক্ষাৎ হল। কোলে উঠে তাকে বেশ কয়েকবার ‘আব্বা’ বলে ডাকতেও শোনা গিয়েছে। সে তার এই অচেনা, অজানা আব্বাকে ছাড়তে মোটেও রাজি নয়। এমনকি তার প্রকৃত মা যখন মজা করে চলে যাবার অভিনয় করে মেয়ের উদ্দেশে হাত নাড়তে থাকে, তখনও শিশুটি যেতে রাজি নয়! শিখ ব্যক্তির কোল থেকেই সে মা-কে বিদায় জানিয়ে দেয়। মা তাকে বেশ কয়েকবার নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাতে তিনি সফল হননি। নিজের মেয়েই তাকে ফিরিয়ে দিয়েছে।

আরও পড়ুন: থামল লড়াই, প্রয়াত হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা

অবশেষে শিশুটির পরিবারের একজন লোক তাকে একপ্রকার জোর করেই নিয়ে যায়। এই সময় সে কেঁদে ভাসায় ‘বজরঙ্গি ভাইজান’-এর মুন্নির মতোই। আশেপাশে যারা দাঁড়িয়ে ছিলেন, তারা পুরো ঘটনাতেই বেশ মজা পেয়েছেন। এই দৃশ্য উপভোগ করেছেন নেটিজেনরাও। অশোক সিং নামের একজন ট্যুইট করেন খুবই মিষ্টি একটা ঘটনা। ভারত-পাক ভ্রাতৃত্ব জিন্দাবাদ! নেটিজেনরা এই ঘটনাকে ‘আত্মার সংযোগ’ বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিখ তীর্থযাত্রীর কোল থেকে মায়ের কাছে ফিরতে নারাজ একরত্তি! পাকিস্তানের ভাইরাল ভিডিয়ো

আপডেট : ১৬ মে ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ শিশুদের মন পবিত্র। তাদের ভালোবাসাও হয় কলুষতাহীন। সেখানে কোনও কাঁটাতারের বেড়া, ধর্মীয় পরিচয়ের ছুৎমার্গ থাকে না। বলিউডি সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’ ভারত-পাকিস্তান সীমান্ত উপেক্ষা করে ‘মুন্নি’র সঙ্গে ভাইজান সলমনের স্নেহ-ভালোবাসার সম্পর্ক দেখিয়েছিল। এবার ছবিটা একটু ভিন্ন। তবে তার মূল সুর একই।

পাকিস্তানের গুরুদোয়ারায় তীর্থ করতে গিয়েছিলেন এপারের শিখ ধর্মপ্রাণ ব্যক্তিরা। সেখানেই এক দাড়ি-পাগড়িওয়ালা শিখকে ছেড়ে নিজের মায়ের কোলে ফিরে যেতে চাইল না এক শিশুকন্যা। তার কোলে উঠে সেই একরত্তি আর কিছুতেই নামতে চায় না। ওই শিখ ভদ্রলোকের কোলে থাকার জন্য সে মা-কেও ছাড়তে রাজি। এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সীমান্ত-ধর্ম-পরিচয়ভেদ ভুলে শিখ ভদ্রলোক ও মুসলিম মেয়েটির এমন বাৎসল্যে আপ্লুত অনেকেই।

আরও পড়ুন: Nirav Modi-Vijay Mallya Extradition: ভারতের জেল নরক সমতুল্য: বিজয় মাল্য, নীরব মোদি

ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেয়ে শিশুটি ওই বয়স্ক শিখকে এমনভাবে জড়িয়ে ধরেছে যেন সে তার চিরচেনা। বিচ্ছেদ হয়েছিল। বহুদিন পর ফের সাক্ষাৎ হল। কোলে উঠে তাকে বেশ কয়েকবার ‘আব্বা’ বলে ডাকতেও শোনা গিয়েছে। সে তার এই অচেনা, অজানা আব্বাকে ছাড়তে মোটেও রাজি নয়। এমনকি তার প্রকৃত মা যখন মজা করে চলে যাবার অভিনয় করে মেয়ের উদ্দেশে হাত নাড়তে থাকে, তখনও শিশুটি যেতে রাজি নয়! শিখ ব্যক্তির কোল থেকেই সে মা-কে বিদায় জানিয়ে দেয়। মা তাকে বেশ কয়েকবার নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাতে তিনি সফল হননি। নিজের মেয়েই তাকে ফিরিয়ে দিয়েছে।

আরও পড়ুন: থামল লড়াই, প্রয়াত হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা

অবশেষে শিশুটির পরিবারের একজন লোক তাকে একপ্রকার জোর করেই নিয়ে যায়। এই সময় সে কেঁদে ভাসায় ‘বজরঙ্গি ভাইজান’-এর মুন্নির মতোই। আশেপাশে যারা দাঁড়িয়ে ছিলেন, তারা পুরো ঘটনাতেই বেশ মজা পেয়েছেন। এই দৃশ্য উপভোগ করেছেন নেটিজেনরাও। অশোক সিং নামের একজন ট্যুইট করেন খুবই মিষ্টি একটা ঘটনা। ভারত-পাক ভ্রাতৃত্ব জিন্দাবাদ! নেটিজেনরা এই ঘটনাকে ‘আত্মার সংযোগ’ বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!