পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলেই বিধানসভা নির্বাচনের ঘন্টা বাজবে বাংলায়। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রথম স্তরের চেকিং (এফএলসি) এর জন্য পাঁচজন নোডাল অফিসার নিয়োগ করল নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশনের তরফে জানানো হয়েছে, ওই সব আধিকারিকরা অন্য রাজ্য আমলা।
ইভিএমে প্রতিটি প্রার্থীর ছবি প্রদর্শন করার নিয়ম প্রণয়ন করেছে ইসি। রবিবার জারি করা বিবৃতিতে বলা হয়েছে, বিধানসভা নির্বাচনের জন্য পাঁচ নোডাল অফিসারকে বিভিন্ন এফএলসি ভেন্যুতে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। তারা হলেন অরুণাচল প্রদেশের ডেপুটি সিইও শানিয়া কায়েম মিজ, মহারাষ্ট্রের ডেপুটি সিইও যোগেশ গোসাভি, মেঘালয়ের অতিরিক্ত সিইও পি কে বোরো, মিজোরামের যুগ্ম সিইও এথেল রোথাংপুই এবং নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি কনিষ্কা কুমার।
প্রসঙ্গত, ২০২১ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে ৮০ হাজারের বেশি বুথ ছিল। ইসির এক কর্মকর্তা বলেছেন, এসআইআর গণনার পরে, বুথের সংখ্যা আরও ১০ হাজারের বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে।






























