০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
দিল্লিতে দূষণ রোধে ইলেকট্রিক বাস, ঘোষণা আপ সরকারের

ইমামা খাতুন
- আপডেট : ২ জানুয়ারী ২০২৩, সোমবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্কঃ দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ অবস্থাতে পৌঁছেছে। তাই দূষণ রোধে কড়া পদক্ষেপ গ্রহণ করল আপ সরকার। সোমবার তিনি জানান, ২০২৫ সালের মধ্যে দিল্লিতে অধিকাংশ ইলেকট্রিকের বাস চলবে। দূষণ ও বায়ুঘনত্বর কারণে বার বার খবরের শিরোনামে আসে দিল্লি। দেশের রাজধানীর দূষণ হ্রাসেই এই সিদ্ধান্ত আপ সরকারের।
সোমবার দিল্লির রাজঘাট ডিপোতে ৫০টি ইলেকট্রিক বাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেজরীওয়াল। সেখানেই তিনি জানান,
- ১ ২০২৩ সালের মধ্যে ১,৫০০টি এবং
- ২ ২০২৫ সালের মধ্যে ৬,৩৮০টি ইলেকট্রিক বাস কিনবে দিল্লি সরকার।
দিল্লির মুখ্যমন্ত্রী বলেন,
- এখন দিল্লিতে ৩০০টি ইলেকট্রিক বাস চলে।
- কিন্তু দিল্লিতে মোট ৬,৩৮০টি সরকারি বাস চলে।
এদিন তিনি আরও বলেন, দীর্ঘ দিন কোনও নতুন বাস কেন কেনা হয়নি? তা নিয়ে আমাদের অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।”