০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে দূষণ রোধে ইলেকট্রিক বাস, ঘোষণা আপ সরকারের

ইমামা খাতুন
  • আপডেট : ২ জানুয়ারী ২০২৩, সোমবার
  • / 87

পুবের কলম ওয়েব ডেস্কঃ দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ অবস্থাতে পৌঁছেছে। তাই দূষণ রোধে কড়া পদক্ষেপ গ্রহণ করল আপ সরকার। সোমবার তিনি জানান, ২০২৫ সালের মধ্যে দিল্লিতে অধিকাংশ ইলেকট্রিকের বাস চলবে। দূষণ ও বায়ুঘনত্বর কারণে বার বার খবরের শিরোনামে আসে দিল্লি। দেশের রাজধানীর দূষণ হ্রাসেই এই সিদ্ধান্ত আপ সরকারের।

 

সোমবার দিল্লির রাজঘাট ডিপোতে ৫০টি ইলেকট্রিক বাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেজরীওয়াল। সেখানেই তিনি জানান,

 

আরও পড়ুন: Jucsu polls: জাকসুর ফল প্রকাশ সন্ধ্যা ৭-টায়

  • ১ ২০২৩ সালের মধ্যে ১,৫০০টি এবং

 

আরও পড়ুন: গণঅভ্যুত্থান রুখতে ১৪০০-রও বেশি খুন, ১২-১৩ শতাংশ ছিল শিশু: রাষ্ট্রসংঘ

  • ২ ২০২৫ সালের মধ্যে ৬,৩৮০টি ইলেকট্রিক বাস কিনবে দিল্লি সরকার।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন,

 

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার দিনগুলি সরকারি বাসের বিশেষ পরিষেবা দেবে পরিবহন দফতর

  •  এখন দিল্লিতে ৩০০টি ইলেকট্রিক বাস চলে।

 

  • কিন্তু দিল্লিতে মোট ৬,৩৮০টি সরকারি বাস চলে।

এদিন তিনি আরও বলেন,  দীর্ঘ দিন কোনও নতুন বাস কেন কেনা হয়নি? তা নিয়ে আমাদের অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।”

 

দিল্লিতে সরকার এবং সরকারি অধীনস্থ সংস্থার সাহায্যে ৭,৩৮৯টি বাস চলে। এর মধ্যে প্রায় ৪ হাজার বাস চালায় দিল্লির পরিবহণ নিগম। কেজরীওয়াল জানিয়েছেন, দিল্লির মেট্রো রেল কর্পোরেশনও যাত্রীদের সুবিধার্থে ১০০টির মতো সরকারি বাস চালাবে।

২০২৫ সাল নাগাদ দিল্লিতে যে ১০ হাজার বাস চলবে, সেগুলির মধ্যে অন্তত ৮০ শতাংশ ইলেকট্রিক বাস হবে বলে দাবি করেছেন তিনি। এমনকি ওই বাস গুলিতে জিপিএস, ওয়াই ফাই পরিষেবা পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে দূষণ রোধে ইলেকট্রিক বাস, ঘোষণা আপ সরকারের

আপডেট : ২ জানুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ অবস্থাতে পৌঁছেছে। তাই দূষণ রোধে কড়া পদক্ষেপ গ্রহণ করল আপ সরকার। সোমবার তিনি জানান, ২০২৫ সালের মধ্যে দিল্লিতে অধিকাংশ ইলেকট্রিকের বাস চলবে। দূষণ ও বায়ুঘনত্বর কারণে বার বার খবরের শিরোনামে আসে দিল্লি। দেশের রাজধানীর দূষণ হ্রাসেই এই সিদ্ধান্ত আপ সরকারের।

 

সোমবার দিল্লির রাজঘাট ডিপোতে ৫০টি ইলেকট্রিক বাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেজরীওয়াল। সেখানেই তিনি জানান,

 

আরও পড়ুন: Jucsu polls: জাকসুর ফল প্রকাশ সন্ধ্যা ৭-টায়

  • ১ ২০২৩ সালের মধ্যে ১,৫০০টি এবং

 

আরও পড়ুন: গণঅভ্যুত্থান রুখতে ১৪০০-রও বেশি খুন, ১২-১৩ শতাংশ ছিল শিশু: রাষ্ট্রসংঘ

  • ২ ২০২৫ সালের মধ্যে ৬,৩৮০টি ইলেকট্রিক বাস কিনবে দিল্লি সরকার।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন,

 

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার দিনগুলি সরকারি বাসের বিশেষ পরিষেবা দেবে পরিবহন দফতর

  •  এখন দিল্লিতে ৩০০টি ইলেকট্রিক বাস চলে।

 

  • কিন্তু দিল্লিতে মোট ৬,৩৮০টি সরকারি বাস চলে।

এদিন তিনি আরও বলেন,  দীর্ঘ দিন কোনও নতুন বাস কেন কেনা হয়নি? তা নিয়ে আমাদের অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।”

 

দিল্লিতে সরকার এবং সরকারি অধীনস্থ সংস্থার সাহায্যে ৭,৩৮৯টি বাস চলে। এর মধ্যে প্রায় ৪ হাজার বাস চালায় দিল্লির পরিবহণ নিগম। কেজরীওয়াল জানিয়েছেন, দিল্লির মেট্রো রেল কর্পোরেশনও যাত্রীদের সুবিধার্থে ১০০টির মতো সরকারি বাস চালাবে।

২০২৫ সাল নাগাদ দিল্লিতে যে ১০ হাজার বাস চলবে, সেগুলির মধ্যে অন্তত ৮০ শতাংশ ইলেকট্রিক বাস হবে বলে দাবি করেছেন তিনি। এমনকি ওই বাস গুলিতে জিপিএস, ওয়াই ফাই পরিষেবা পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।