১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইলন মাস্ক নন, বিশ্বের ধনীতম ব্যক্তি বার্নার্ড আর্নল্ট

সামিমা এহসানা
  • আপডেট : ২৯ জানুয়ারী ২০২৪, সোমবার
  • / 166

পুবের কলম ওয়েব ডেস্ক: বিশ্বের ধনীতমর মুকুট মাথা পাল্টে ফেলল। ধনকুবের ইলন মাস্ক এখন আর বিশ্বের শীর্ষ ধনী নন। ওই মুকুট গিয়ে উঠেছে বার্নার্ড আর্নল্ট এর মাথায়।

কে এই বার্নার্ড আর্নল্ট? তিনি মোয়েত হেনেসি লুই ভিতনের চেয়ারম্যান ও সিইও। ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২০৪.৭ বিলিয়ন ডলার। কিন্তু এই মুহুর্তে বার্নার্ড আর্নল্ট এর সম্পদ মাস্কের থেকেও বেশি। তার মোট সম্পদের পরিমাণ ২০৭.৬ বিলিয়ন ডলার। এই তথ্য প্রকাশ করেছে ফোর্বস।

বার্নার্ড আর্নল্ট একজন ফরাসী ব্যবসায়ী। তার বয়স এখন ৭৪ বছর। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করার পর বাবার ব্যবসায় যোগ দিয়েছিলেন তিনি।

তার পরের ধনীতমদের প্রথম দশের ৯ জনই আমেরিকার নাগরিক। আপাতত দুই নম্বরে রয়েছেন ইলন মাস্ক। তারপর জেফ বেজোস, ল্যারি এলিসন, মার্ক জুকারবার্গ, ওয়ারেন বাফেট, ল্যারি পেজ, বিল গেটস, সের্গেই ব্রিন, স্টিভ বলমার।

তালিকার ১১ তম স্থানে রয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। ১৬ তম স্থানে রয়েছেন গৌতম আদানি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইলন মাস্ক নন, বিশ্বের ধনীতম ব্যক্তি বার্নার্ড আর্নল্ট

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৪, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: বিশ্বের ধনীতমর মুকুট মাথা পাল্টে ফেলল। ধনকুবের ইলন মাস্ক এখন আর বিশ্বের শীর্ষ ধনী নন। ওই মুকুট গিয়ে উঠেছে বার্নার্ড আর্নল্ট এর মাথায়।

কে এই বার্নার্ড আর্নল্ট? তিনি মোয়েত হেনেসি লুই ভিতনের চেয়ারম্যান ও সিইও। ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২০৪.৭ বিলিয়ন ডলার। কিন্তু এই মুহুর্তে বার্নার্ড আর্নল্ট এর সম্পদ মাস্কের থেকেও বেশি। তার মোট সম্পদের পরিমাণ ২০৭.৬ বিলিয়ন ডলার। এই তথ্য প্রকাশ করেছে ফোর্বস।

বার্নার্ড আর্নল্ট একজন ফরাসী ব্যবসায়ী। তার বয়স এখন ৭৪ বছর। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করার পর বাবার ব্যবসায় যোগ দিয়েছিলেন তিনি।

তার পরের ধনীতমদের প্রথম দশের ৯ জনই আমেরিকার নাগরিক। আপাতত দুই নম্বরে রয়েছেন ইলন মাস্ক। তারপর জেফ বেজোস, ল্যারি এলিসন, মার্ক জুকারবার্গ, ওয়ারেন বাফেট, ল্যারি পেজ, বিল গেটস, সের্গেই ব্রিন, স্টিভ বলমার।

তালিকার ১১ তম স্থানে রয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। ১৬ তম স্থানে রয়েছেন গৌতম আদানি।