২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিপর্যস্ত ইউক্রেনের সামরিক যোগাযোগও

বিশ্বজুড়ে স্টারলিংক সেবা বিভ্রাট, ক্ষমা চাইলেন মাস্ক

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 17

পুবের কলম, ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে বিপর্যস্ত স্টারলিংক সেবা। ক্ষমা চাইলেন ইলন মাস্ক। বৃহস্পতিবার মধ্য রাতে ইন্টারনেট বিভ্রাট ঘটে। কমপক্ষে ২ ঘণ্টা ৩০ মিনিট ধরে বিঘ্নিত হয় স্টারলিংকের সেবা। যার কারণে প্রায় ১৪০টি দেশ ও অঞ্চলে ৬০ লক্ষেরও বেশি ব্যবহারকারী স্টারলিংকের অসুবিধায় পড়েন। সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে এমনটাই জানান স্টারলিংক ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস।

তিনি আরও জানান, ইন্টারনেট বিভ্রাটের মূল কারণ ছিল অভ্যন্তরীণ সফটওয়্যার সিস্টেমের ব্যর্থতা। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে নেটওয়ার্ক কার্যত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন মাস্ক, নাম ‘আমেরিকা পার্টি’

এদিকে, স্পেসএক্স ও স্টারলিংকের প্রতিষ্ঠাতা সংশ্লিষ্ট বিষয়ে  দুঃখ প্রকাশ করে বলেন, “ইন্টারনেট খুব শিগগিরই পুনঃস্থাপন হবে। বিভ্রাটের জন্য আমরা দুঃখিত। সমস্যার মূল কারণ নির্ণয় করে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তা নিশ্চিত করা হবে।”

যদিও এই ঘটনায় সমালোচনার ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমগুলোতে। সাইবার হামলার থিয়োরিও এড়িয়ে যাচ্ছে না কেউ বলেও জানান। কারণ, স্টারলিংক বর্তমানে কেবল ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য নয়, সামরিক ও বাণিজ্যিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রমাণ স্বরূপ ইউক্রেনের কথা বলা যেতে পারে । এ সময় ইউক্রেনের সামরিক যোগাযোগও ব্যাপকভাবে ব্যহত হয়। দেশটির একজন বর্ষীয়ান সেনা কমান্ডার বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীর যেসব ইউনিট স্টারলিংক ইন্টারনেট সেবা ব্যবহার করে সেগুলো প্রায় আড়াই ঘন্টা ধরে বন্ধ ছিল।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিপর্যস্ত ইউক্রেনের সামরিক যোগাযোগও

বিশ্বজুড়ে স্টারলিংক সেবা বিভ্রাট, ক্ষমা চাইলেন মাস্ক

আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে বিপর্যস্ত স্টারলিংক সেবা। ক্ষমা চাইলেন ইলন মাস্ক। বৃহস্পতিবার মধ্য রাতে ইন্টারনেট বিভ্রাট ঘটে। কমপক্ষে ২ ঘণ্টা ৩০ মিনিট ধরে বিঘ্নিত হয় স্টারলিংকের সেবা। যার কারণে প্রায় ১৪০টি দেশ ও অঞ্চলে ৬০ লক্ষেরও বেশি ব্যবহারকারী স্টারলিংকের অসুবিধায় পড়েন। সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে এমনটাই জানান স্টারলিংক ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস।

তিনি আরও জানান, ইন্টারনেট বিভ্রাটের মূল কারণ ছিল অভ্যন্তরীণ সফটওয়্যার সিস্টেমের ব্যর্থতা। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে নেটওয়ার্ক কার্যত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন মাস্ক, নাম ‘আমেরিকা পার্টি’

এদিকে, স্পেসএক্স ও স্টারলিংকের প্রতিষ্ঠাতা সংশ্লিষ্ট বিষয়ে  দুঃখ প্রকাশ করে বলেন, “ইন্টারনেট খুব শিগগিরই পুনঃস্থাপন হবে। বিভ্রাটের জন্য আমরা দুঃখিত। সমস্যার মূল কারণ নির্ণয় করে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তা নিশ্চিত করা হবে।”

যদিও এই ঘটনায় সমালোচনার ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমগুলোতে। সাইবার হামলার থিয়োরিও এড়িয়ে যাচ্ছে না কেউ বলেও জানান। কারণ, স্টারলিংক বর্তমানে কেবল ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য নয়, সামরিক ও বাণিজ্যিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রমাণ স্বরূপ ইউক্রেনের কথা বলা যেতে পারে । এ সময় ইউক্রেনের সামরিক যোগাযোগও ব্যাপকভাবে ব্যহত হয়। দেশটির একজন বর্ষীয়ান সেনা কমান্ডার বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীর যেসব ইউনিট স্টারলিংক ইন্টারনেট সেবা ব্যবহার করে সেগুলো প্রায় আড়াই ঘন্টা ধরে বন্ধ ছিল।