১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ছত্তিশগড়ের সুকমায় এনকাউন্টার, নিহত নকশাল কমান্ডার

পুবের কলম
  • আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার
  • / 140

পুবের কলম, ওয়েবডেস্কঃ এনকাউন্টারে ছত্তিশগড়ের সুকমায় খতম নকশাল কমান্ডার বাস্তা ভীমা। তার খোঁজে ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল প্রশাসন। নিরাপত্তা বাহিনীর উপর নয়’ বার প্রাণঘাতী হামলা চালিয়ে ছিল এই নকশাল নেতা।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাত নাগাদ এই এনকাউন্টার চলে। তাদমেটালা গ্রামের কাছে একটি যৌথ অভিযান চালায় পুলিশের রিজার্ভ গার্ড ও সিআরপিএফ জওয়ান।
সুকমা পুলিশ সুপারিটেন্ডেন্ট সুনীল শর্মা জানিয়েছেন, নকশাল কমান্ডার বাস্তা ভীমা মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সিআরপিএফ-এর এলিট কোবরা ২০১ ব্যাটালিয়ন নকশাল বিরোধী অভিযান চালায়। তখন সন্ধ্যা ৭ টার দিকে তাদমেতলা গ্রামের কাছে একটি জঙ্গলে এনকাউন্টারটি ঘটে। আরও যৌথ বাহিনী ওই জঙ্গলের আশেপাশেই রুটিম মাফিক টহল দিচ্ছিল। সেই সময়ই তাদমেটলা গ্রামের পাশে জঙ্গলে নকশালদের উপস্থিতির খবর পায় তারা। এরপরই তল্লাশি অভিযান শুরু হয়।

আরও পড়ুন: ছত্তিশগড় সফরে গিয়ে মাওবাদীদের আলোচনার প্রস্তাব খারিজ অমিত শাহের

জঙ্গলের প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও সিআরপিএফের কোবরা বাহিনীর উপর গুলি চালাতে শুরু করে নকশালরা। পাল্টা গুলি চালায় কোবরা বাহিনীও। দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পরই নকশালদের তরফ থেকে গুলি চলা বন্ধ হতেই তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। জঙ্গলের ভিতর থেকেই উদ্ধার হয় বাস্তা ভীমার রক্তাক্ত দেহ।

আরও পড়ুন: Chhattisgarh: বস্তারে আত্মসমর্পণ আরও ৩০ Naxals-র!


জানা গিয়েছে, ২০২০ সালের মার্চে মিনপা হামলায় সরাসরি যুক্ত ছিল বাস্তা ভীমা। ওই হামলায় ১৭ জন নিরাপত্তাবাহিনীর মৃত্যু হয়েছিল। এছাড়া গত বছর নভেম্বর মাসে চিন্তালানার এলাকায় আইইডি বিস্ফোরণ, যার আঘাতে কোবরা বাহিনীর অ্যাসিসটেন্ট কম্যান্ডান্ট মারা গিয়েছিলেন এবং আরও নয়জন জওয়ান আহত হয়েছিলেন। এই হামলার পিছনেও হাত ছিল এই নকশাল কমান্ডারের। অনেকদিন ধরেই নিরাপত্তা বাহিনীর নজরে ছিল এই নকশাল কমান্ডার বাস্তা ভীমা।

আরও পড়ুন: IED Blast in Chhattisgarh: ছত্তিসগড়ের জঙ্গলে আইইডি বিস্ফোরণ, মৃত ১ জওয়ান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছত্তিশগড়ের সুকমায় এনকাউন্টার, নিহত নকশাল কমান্ডার

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ এনকাউন্টারে ছত্তিশগড়ের সুকমায় খতম নকশাল কমান্ডার বাস্তা ভীমা। তার খোঁজে ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল প্রশাসন। নিরাপত্তা বাহিনীর উপর নয়’ বার প্রাণঘাতী হামলা চালিয়ে ছিল এই নকশাল নেতা।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাত নাগাদ এই এনকাউন্টার চলে। তাদমেটালা গ্রামের কাছে একটি যৌথ অভিযান চালায় পুলিশের রিজার্ভ গার্ড ও সিআরপিএফ জওয়ান।
সুকমা পুলিশ সুপারিটেন্ডেন্ট সুনীল শর্মা জানিয়েছেন, নকশাল কমান্ডার বাস্তা ভীমা মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সিআরপিএফ-এর এলিট কোবরা ২০১ ব্যাটালিয়ন নকশাল বিরোধী অভিযান চালায়। তখন সন্ধ্যা ৭ টার দিকে তাদমেতলা গ্রামের কাছে একটি জঙ্গলে এনকাউন্টারটি ঘটে। আরও যৌথ বাহিনী ওই জঙ্গলের আশেপাশেই রুটিম মাফিক টহল দিচ্ছিল। সেই সময়ই তাদমেটলা গ্রামের পাশে জঙ্গলে নকশালদের উপস্থিতির খবর পায় তারা। এরপরই তল্লাশি অভিযান শুরু হয়।

আরও পড়ুন: ছত্তিশগড় সফরে গিয়ে মাওবাদীদের আলোচনার প্রস্তাব খারিজ অমিত শাহের

জঙ্গলের প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও সিআরপিএফের কোবরা বাহিনীর উপর গুলি চালাতে শুরু করে নকশালরা। পাল্টা গুলি চালায় কোবরা বাহিনীও। দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পরই নকশালদের তরফ থেকে গুলি চলা বন্ধ হতেই তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। জঙ্গলের ভিতর থেকেই উদ্ধার হয় বাস্তা ভীমার রক্তাক্ত দেহ।

আরও পড়ুন: Chhattisgarh: বস্তারে আত্মসমর্পণ আরও ৩০ Naxals-র!


জানা গিয়েছে, ২০২০ সালের মার্চে মিনপা হামলায় সরাসরি যুক্ত ছিল বাস্তা ভীমা। ওই হামলায় ১৭ জন নিরাপত্তাবাহিনীর মৃত্যু হয়েছিল। এছাড়া গত বছর নভেম্বর মাসে চিন্তালানার এলাকায় আইইডি বিস্ফোরণ, যার আঘাতে কোবরা বাহিনীর অ্যাসিসটেন্ট কম্যান্ডান্ট মারা গিয়েছিলেন এবং আরও নয়জন জওয়ান আহত হয়েছিলেন। এই হামলার পিছনেও হাত ছিল এই নকশাল কমান্ডারের। অনেকদিন ধরেই নিরাপত্তা বাহিনীর নজরে ছিল এই নকশাল কমান্ডার বাস্তা ভীমা।

আরও পড়ুন: IED Blast in Chhattisgarh: ছত্তিসগড়ের জঙ্গলে আইইডি বিস্ফোরণ, মৃত ১ জওয়ান