১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ মাওবাদী কমান্ডার রেণুকা

চামেলি দাস
  • আপডেট : ৩১ মার্চ ২০২৫, সোমবার
  • / 206

পুর্বের কলম, ওয়েবডেস্ক: এনকাউন্টারে মারা গেলেন মাওবাদী কমান্ডার রেণুকা। সোমবার সকালে ছত্তীশগড়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হল মাওবাদী কমান্ডারের। দীর্ঘদিন ধরে গোয়েন্দাদের হিটলিস্টে ছিলেন রেণুকা। তাঁর মাথার মূল্য ধার্য করা হয়েছিল ২৫ লক্ষ টাকা। মাওবাদী অভিযানে রেণুকার মৃত্যুকে বড় সাফল্য হিসাবে দেখছে নিরাপত্তাবাহিনী।

পুলিশ সূত্রে খবর, বিজাপুর জেলার দান্তেওয়াড়ায় ছত্তীশগড়-কর্নাটক সীমান্তবর্তী জঙ্গলে ঘাঁটি গেড়েছিল মাওবাদীরা। খবর পেয়ে সোমবার সকালে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে চলে তল্লাশি অভিযান। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করেন রেণুকা। তার পাল্টা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই ।দু’পক্ষের গুলির লড়াইতে মৃত্যু হয় মাওবাদী কমান্ডার রেণুকার। মৃত ওই মাওবাদীর কাছ থেকে একটি ইনসাস রাইফেল-সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: IED Blast in Chhattisgarh: ছত্তিসগড়ের জঙ্গলে আইইডি বিস্ফোরণ, মৃত ১ জওয়ান

পুলিশ সূত্রে খবর, তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলার বাসিন্দা ছিলেন রেণুকা ওরফে বানু। দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য ছিলেন তিনি। পাশাপাশি মাওবাদীদের মিডিয়া সেলের ইনচার্জের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন ধরে নিরাপত্তাবাহিনীর হিট লিস্টে ছিলেন এই মাওবাদী। তাঁর খোঁজ পেতে ২৫ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করে প্রশাসন। অবশেষে তাঁর মৃত্যু বড় সাফল্য হিসেবে দেখছে প্রশাসন।

আরও পড়ুন: আদানিদের বিদ্যুৎ কেন্দ্রের কয়লার জন্য ছত্তিশগড়ে ৫০০০ গাছ কেটে জঙ্গল সাফ

শুক্রবার রাত থেকে চলা অভিযানে ১১ জন মহিলা কমান্ডার-সহ মোট ১৭ জন মাওবাদীকে মেরেছে নিরাপত্তাবাহিনী। মাত্র ২ দিনের ব্যবধানে বড় সাফল্য মিলল । রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে শুধু বস্তার রেঞ্জে এখনও পর্যন্ত ১১৯ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ছত্তিশগড়ে খতম ২ মাওবাদী নেত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ মাওবাদী কমান্ডার রেণুকা

আপডেট : ৩১ মার্চ ২০২৫, সোমবার

পুর্বের কলম, ওয়েবডেস্ক: এনকাউন্টারে মারা গেলেন মাওবাদী কমান্ডার রেণুকা। সোমবার সকালে ছত্তীশগড়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হল মাওবাদী কমান্ডারের। দীর্ঘদিন ধরে গোয়েন্দাদের হিটলিস্টে ছিলেন রেণুকা। তাঁর মাথার মূল্য ধার্য করা হয়েছিল ২৫ লক্ষ টাকা। মাওবাদী অভিযানে রেণুকার মৃত্যুকে বড় সাফল্য হিসাবে দেখছে নিরাপত্তাবাহিনী।

পুলিশ সূত্রে খবর, বিজাপুর জেলার দান্তেওয়াড়ায় ছত্তীশগড়-কর্নাটক সীমান্তবর্তী জঙ্গলে ঘাঁটি গেড়েছিল মাওবাদীরা। খবর পেয়ে সোমবার সকালে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে চলে তল্লাশি অভিযান। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করেন রেণুকা। তার পাল্টা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই ।দু’পক্ষের গুলির লড়াইতে মৃত্যু হয় মাওবাদী কমান্ডার রেণুকার। মৃত ওই মাওবাদীর কাছ থেকে একটি ইনসাস রাইফেল-সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: IED Blast in Chhattisgarh: ছত্তিসগড়ের জঙ্গলে আইইডি বিস্ফোরণ, মৃত ১ জওয়ান

পুলিশ সূত্রে খবর, তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলার বাসিন্দা ছিলেন রেণুকা ওরফে বানু। দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য ছিলেন তিনি। পাশাপাশি মাওবাদীদের মিডিয়া সেলের ইনচার্জের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন ধরে নিরাপত্তাবাহিনীর হিট লিস্টে ছিলেন এই মাওবাদী। তাঁর খোঁজ পেতে ২৫ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করে প্রশাসন। অবশেষে তাঁর মৃত্যু বড় সাফল্য হিসেবে দেখছে প্রশাসন।

আরও পড়ুন: আদানিদের বিদ্যুৎ কেন্দ্রের কয়লার জন্য ছত্তিশগড়ে ৫০০০ গাছ কেটে জঙ্গল সাফ

শুক্রবার রাত থেকে চলা অভিযানে ১১ জন মহিলা কমান্ডার-সহ মোট ১৭ জন মাওবাদীকে মেরেছে নিরাপত্তাবাহিনী। মাত্র ২ দিনের ব্যবধানে বড় সাফল্য মিলল । রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে শুধু বস্তার রেঞ্জে এখনও পর্যন্ত ১১৯ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ছত্তিশগড়ে খতম ২ মাওবাদী নেত্রী