নতুন শিল্প স্থাপনে উৎসাহ দিতে একাধিক ইনসেনটিভ প্রকল্প রাজ্যের

- আপডেট : ৮ মার্চ ২০২৪, শুক্রবার
- / 12
পুবের কলম প্রতিবেদক: নতুন শিল্প স্থাপনে উৎসাহ দিতে চালু হওয়া একাধিক ইনসেনটিভ প্রকল্পের সুবিধা যাতে শিল্প সংস্থাগুলি দ্রুত ও যথাযথ ভাবে পায় তা নিশ্চিত করতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সম্প্রতি বিভিন্ন বণিক সভা ও শিল্প সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সমস্ত দফতরকে এই মর্মে নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, বৈঠকে শিল্পপতিদের তরফে ইনসেনটিভ স্কিমের বিষয়টি উত্থাপন করা হয়। বলা হয়, অনেক ক্ষেত্রেই ইনসেনটিভ দেওয়াকে ঘিরে আদালতে মামলা হচ্ছে। আবার বহুক্ষেত্রে দেখা যাচ্ছে, শিল্পোদ্যোগীদের তরফে ঋণের আবেদন করে বিনিয়োগ প্রকল্পের কাগজপত্র ব্যাঙ্কে জমা পড়ার পরেও ইনসেনটিভ স্কিম সংক্রান্ত অনুমোদন না মেলায় সমস্যা তৈরি হচ্ছে। ফলে এই ধরনের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে গতি আনার প্রয়োজন রয়েছে। সূত্রের খবর, এর পরেই মুখ্যসচিবের তরফে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের বলা হয়েছে, এই কাজে গতি আনতে যা যা করা প্রয়োজন, তাই করতে হবে।