০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে ধুঁকছে ইংল্যান্ডও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 64

 

পুবের কলম ওয়েবডেস্কঃ মেলবোর্নে জমে গিয়েছে বক্সিং ডে টেস্ট। ইংল্যান্ডকে ১৮৫ রানে অলআউট করে দেবার পর অস্ট্রেলিয়া খুব একটা ভালো জায়গায় শেষ করতে পারল না নিজেদের প্রথম ইনিংস। প্রথম দিনের শেষে শুধুমাত্র ডেভিড ওয়ার্নারের উইকেটটি পড়েছিল। প্রথম দিনের শেষে যে অস্ট্রেলিয়াকে দেখে মনে হয়েছিল মেলবোর্নে একটা বড় ইনিংস গড়তে চলেছে ব্যাগী গ্রীন, সোমবার ম্যাচের দ্বিতীয় দিন সেই স্বপ্নে কিছুটা ধাক্কা লাগল। লাঞ্চের আগেই অস্ট্রেলিয়া চারটি উইকেট হারিয়ে ফেলল মাত্র ১৩১ রানে। চা পানের আগে আরও একটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। মার্কাস হ্যারিস আউট হওয়ার পরই অস্ট্রেলিয়ার রান তোলার স্বপ্নে ইতি ঘটে।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

 

আরও পড়ুন: সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

পিচে আগুন জ্বালাতে শুরু করেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। একাই তুলে নিলেন চারটি উইকেট। তাসের ঘরের মতো ভেঙে পড়ল অস্ট্রেলিয়ার ব্যাটিং। তবে প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ৮২ রানে এগিয়ে থেকে ২৬৭ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে ইংল্যান্ড। মাত্র ৩১ রানের মধ্যেই ফিরে গিয়েছেন ইংল্যান্ডের চার ব্যাটসম্যান। হাসিব হামিদ জ্যাক ক্রলি, ডেভিড মালান, জ্যাক লিচ কেউই দুই অঙ্কের রান পেরোতে পারেননি। ইংল্যান্ডের অবশ্য ভরসা, ক্রিজে রয়েছেন অধিনায়ক জো রুট ও বেন স্টোকস। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড পিছিয়ে ৫১ রানে।

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে অস্ট্রেলিয়া, পাঁচে ভারত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে ধুঁকছে ইংল্যান্ডও

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ মেলবোর্নে জমে গিয়েছে বক্সিং ডে টেস্ট। ইংল্যান্ডকে ১৮৫ রানে অলআউট করে দেবার পর অস্ট্রেলিয়া খুব একটা ভালো জায়গায় শেষ করতে পারল না নিজেদের প্রথম ইনিংস। প্রথম দিনের শেষে শুধুমাত্র ডেভিড ওয়ার্নারের উইকেটটি পড়েছিল। প্রথম দিনের শেষে যে অস্ট্রেলিয়াকে দেখে মনে হয়েছিল মেলবোর্নে একটা বড় ইনিংস গড়তে চলেছে ব্যাগী গ্রীন, সোমবার ম্যাচের দ্বিতীয় দিন সেই স্বপ্নে কিছুটা ধাক্কা লাগল। লাঞ্চের আগেই অস্ট্রেলিয়া চারটি উইকেট হারিয়ে ফেলল মাত্র ১৩১ রানে। চা পানের আগে আরও একটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। মার্কাস হ্যারিস আউট হওয়ার পরই অস্ট্রেলিয়ার রান তোলার স্বপ্নে ইতি ঘটে।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

 

আরও পড়ুন: সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

পিচে আগুন জ্বালাতে শুরু করেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। একাই তুলে নিলেন চারটি উইকেট। তাসের ঘরের মতো ভেঙে পড়ল অস্ট্রেলিয়ার ব্যাটিং। তবে প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ৮২ রানে এগিয়ে থেকে ২৬৭ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে ইংল্যান্ড। মাত্র ৩১ রানের মধ্যেই ফিরে গিয়েছেন ইংল্যান্ডের চার ব্যাটসম্যান। হাসিব হামিদ জ্যাক ক্রলি, ডেভিড মালান, জ্যাক লিচ কেউই দুই অঙ্কের রান পেরোতে পারেননি। ইংল্যান্ডের অবশ্য ভরসা, ক্রিজে রয়েছেন অধিনায়ক জো রুট ও বেন স্টোকস। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড পিছিয়ে ৫১ রানে।

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে অস্ট্রেলিয়া, পাঁচে ভারত