ইংল্যান্ডের ‘বাজবল ক্রিকেট’ নিয়ে চিন্তিত নন বুমরাহ

- আপডেট : ২৩ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার
- / 60
পুবের কলম, ওয়েবডেস্ক: ইদানিং কালে ‘বাজবল ক্রিকেট’ খেলে ক্রিকেট বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেও তারা এই আগ্রাসী খেলাই খেলবে বলে মনে করা হচ্ছে। তবে ইংরেজদের এই ‘বাজবল’ নিয়ে খুব একটা চিন্তিত নন টিম ইন্ডিয়ার পেসার জসপ্রীত বুমরাহ। একটি সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘বাজবল নিয়ে আমি বিশেষ কিছু ভাবছি না। আগ্রাসী ক্রিকেটের মাধ্যমে ওরা নিশ্চই দ্রুত রান তুলতে চাইবে। এর ফলে একজন বোলার হিসেবে আমার সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমার লক্ষ্য থাকবে, ওদের বাজবল ক্রিকেট থেকে আমি কিভাবে ফায়দা তুলতে পারি, সেটা দেখা।” পাশাপাশি ইংল্যাণ্ডের পেসার জেমস অ্যান্ডারসনের প্রশংসা করে বুমরাহ বলেন, “৪১ বছর হয়ে গেলেও অ্যান্ডারসনের মধ্যে আগের মতই সাফল্যের খিদে রয়েছে। আমি ছোটবেলা থেকেই ওকে অনুসরণ করি। অ্যান্ডারসনের থেকে অনেক কিছু শেখার আছে।”