০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রুশ টিভিতে লাইভে ঢুকে যুদ্ধবিরোধী স্লোগান মহিলার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার
  • / 31

পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়ার সরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল ওয়ান’–এ লাইভ খবর পড়ছিলেন এক সঞ্চালিকা। এ সময় সেখানে হঠাৎই যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন এক মহিলাকে  সংবাদ সঞ্চালিকার পেছনে স্পষ্ট দেখা যাচ্ছিল পোস্টার হাতে ওই মহিলাকে । তাঁর প্ল্যাকার্ডে লেখা ছিল ‘যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করুন, প্রচারণায় বিশ্বাস করবেন না, তারা এখানে মিথ্যা কথা বলছে’। জানা যায়,  ওই মহিলা  বিক্ষোভকারী চ্যানেল ওয়ানেরই একজন সংবাদকর্মী। তাঁর নাম মেরিনা ওভিসইয়াননিকোভা। উল্লেখ্য, রাশিয়ার সংবাদ চ্যানেলগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করে সরকার।

কেবল রাশিয়ার দৃষ্টিভঙ্গি থেকেই সংবাদ প্রকাশ করে চ্যানেলগুলো। তাই ওভিসইয়াননিকোভার এই পদক্ষেপের জন্য তাঁকে শাস্তি পেতে হতে পারে। লাইভ টিভিতে সংবাদ প্রচারের সময় বিক্ষোভকারী ওই নারীর আওয়াজও শোনা যায়। তিনি সে সময় বলছিলেন, ‘যুদ্ধকে না বলুন। যুদ্ধ বন্ধ করুন।’ ওভিসইয়াননিকোভা লাইভ বুলেটিনে ঢুকে আরও বলেন, ইউক্রেনে হামলা অপরাধের শামিল। ক্রেমলিন যে প্রচার চালাচ্ছে, তাতে তিনি লজ্জিত বলেও জানান। ওভিসইয়াননিকোভা আরও বলেন, ‘আমি লজ্জিত যে টিভি পর্দায় আমাকে মিথ্যা বলতে হচ্ছে।’ তিনি রুশ জনগণকে যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভের জন্য আহ্বান জানান। তিনি বলেন, কেবল জনগণই এই পাগলামি বন্ধ করতে পারে। ইতিমধ্যেই রাশিয়ায় বেশ কিছু সোশ্যাল সাইট সাইট বন্ধ করে দেওয়া হয়েছে। ফেসবুক ও ট্যুইটারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইনস্টাগ্রামও করে দেওয়া হয়েছে। বন্ধ হয়েছে বিভিন্ন বিদেশি মিডিয়ার সাইট।

আরও পড়ুন: মস্কোভা ডোবার পরে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ­ রুশ টিভি

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রুশ টিভিতে লাইভে ঢুকে যুদ্ধবিরোধী স্লোগান মহিলার

আপডেট : ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়ার সরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল ওয়ান’–এ লাইভ খবর পড়ছিলেন এক সঞ্চালিকা। এ সময় সেখানে হঠাৎই যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন এক মহিলাকে  সংবাদ সঞ্চালিকার পেছনে স্পষ্ট দেখা যাচ্ছিল পোস্টার হাতে ওই মহিলাকে । তাঁর প্ল্যাকার্ডে লেখা ছিল ‘যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করুন, প্রচারণায় বিশ্বাস করবেন না, তারা এখানে মিথ্যা কথা বলছে’। জানা যায়,  ওই মহিলা  বিক্ষোভকারী চ্যানেল ওয়ানেরই একজন সংবাদকর্মী। তাঁর নাম মেরিনা ওভিসইয়াননিকোভা। উল্লেখ্য, রাশিয়ার সংবাদ চ্যানেলগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করে সরকার।

কেবল রাশিয়ার দৃষ্টিভঙ্গি থেকেই সংবাদ প্রকাশ করে চ্যানেলগুলো। তাই ওভিসইয়াননিকোভার এই পদক্ষেপের জন্য তাঁকে শাস্তি পেতে হতে পারে। লাইভ টিভিতে সংবাদ প্রচারের সময় বিক্ষোভকারী ওই নারীর আওয়াজও শোনা যায়। তিনি সে সময় বলছিলেন, ‘যুদ্ধকে না বলুন। যুদ্ধ বন্ধ করুন।’ ওভিসইয়াননিকোভা লাইভ বুলেটিনে ঢুকে আরও বলেন, ইউক্রেনে হামলা অপরাধের শামিল। ক্রেমলিন যে প্রচার চালাচ্ছে, তাতে তিনি লজ্জিত বলেও জানান। ওভিসইয়াননিকোভা আরও বলেন, ‘আমি লজ্জিত যে টিভি পর্দায় আমাকে মিথ্যা বলতে হচ্ছে।’ তিনি রুশ জনগণকে যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভের জন্য আহ্বান জানান। তিনি বলেন, কেবল জনগণই এই পাগলামি বন্ধ করতে পারে। ইতিমধ্যেই রাশিয়ায় বেশ কিছু সোশ্যাল সাইট সাইট বন্ধ করে দেওয়া হয়েছে। ফেসবুক ও ট্যুইটারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইনস্টাগ্রামও করে দেওয়া হয়েছে। বন্ধ হয়েছে বিভিন্ন বিদেশি মিডিয়ার সাইট।

আরও পড়ুন: মস্কোভা ডোবার পরে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ­ রুশ টিভি