০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে বেঁচে যাওয়া শিশুর কানে আজান দিয়ে নাম রাখলেন এরদোগান

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 11

পুবের কলম ওয়েবডেস্ক: তুরস্ক- সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বেঁচে যাওয়া এক শিশুর কানে আজান দিয়ে তাঁর নাম রেখেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার ইস্তানবুল শহরের একটি হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে নবজাতকটির কানে আজান দিয়ে নাম রাখেন তিনি। তিনি শিশুটির নাম রাখেন ‘আয়সে বেতুল’। নামটি তিনি তিনবার উচ্চারণ করেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, হাসপাতাল পরিদর্শনের সময় নবজাতকটির মায়ের অনুরোধে এই নাম রাখেন তিনি। এছাড়াও  আহতদের খোঁজ-খবর নেন, ও তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় ১০ প্রদেশে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে আহত ও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়াদের চিকিৎসা চলছে রাজধানীর আঙ্কারা ও ইস্তানবুলসহ দেশটির বিভিন্ন শহরে। শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে ৪১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় কয়েক কোটি মানুষ।

তুরস্ক ছাড়াও প্রতিবেশী সিরিয়াতে আঘাত হেনেছে বিধ্বংসী এ ভূমিকম্প। এতে দেশটিতে কয়েক হাজারের মতো মানুষ নিহত হয়েছে।

তবে অসমর্থিত সূত্র অনুযায়ী, ভয়ঙ্কর এই ভূমিকম্পে দুই দেশ মিলে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হতে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভূমিকম্পে বেঁচে যাওয়া শিশুর কানে আজান দিয়ে নাম রাখলেন এরদোগান

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: তুরস্ক- সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বেঁচে যাওয়া এক শিশুর কানে আজান দিয়ে তাঁর নাম রেখেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার ইস্তানবুল শহরের একটি হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে নবজাতকটির কানে আজান দিয়ে নাম রাখেন তিনি। তিনি শিশুটির নাম রাখেন ‘আয়সে বেতুল’। নামটি তিনি তিনবার উচ্চারণ করেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, হাসপাতাল পরিদর্শনের সময় নবজাতকটির মায়ের অনুরোধে এই নাম রাখেন তিনি। এছাড়াও  আহতদের খোঁজ-খবর নেন, ও তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় ১০ প্রদেশে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে আহত ও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়াদের চিকিৎসা চলছে রাজধানীর আঙ্কারা ও ইস্তানবুলসহ দেশটির বিভিন্ন শহরে। শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে ৪১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় কয়েক কোটি মানুষ।

তুরস্ক ছাড়াও প্রতিবেশী সিরিয়াতে আঘাত হেনেছে বিধ্বংসী এ ভূমিকম্প। এতে দেশটিতে কয়েক হাজারের মতো মানুষ নিহত হয়েছে।

তবে অসমর্থিত সূত্র অনুযায়ী, ভয়ঙ্কর এই ভূমিকম্পে দুই দেশ মিলে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হতে পারে।