২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলি প্রশাসনকে ‘খুনি’ ও ‘চোর’ বললেন এরদোগান

শফিকুল ইসলাম
  • আপডেট : ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার
  • / 31

পুবের কলম ওয়েব ডেস্ক:

গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর অবিরত বর্বরতার দায়ে এবার ইসরাইলের প্রশাসনকে ‘খুনিচোরআখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুলোধুনো করেছেন তিনি এরদোগান বলেন, নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে বিচার করা হবেসোমবার তুরস্কের ইস্তান্বুলে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) অর্থনীতিবিষয়ক একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন 

সময় এরদোগান মুসলিম বিশ্বকে ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইসরাইল অঞ্চলের (মধ্যপ্রাচ্য) অন্যান্য স্থানেও যে কোনো সময় আক্রমণ চালাতে পারে। এরদোগান বলেন, ওআইসি প্রতিষ্ঠা হয়েছে মূলত ফিলিস্তিনকে রক্ষা করার জন্য। আমাদের এক কন্ঠ এক শরীর নিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়াই ওআইসি প্রতিষ্ঠার উদ্দেশ্য। 

সময় ইসরাইলের কাছে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি নিয়েও সমালোচনা করেন প্রেসিডেন্ট এরদোগান। এরদোগান আরও বলেন, গাজায় শহীদ হওয়া প্রতি তিনজনের মধ্যে প্রতি দুজন শিশু নারী। গাজার সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। ইসরাইলি নিষ্ঠুরতায় ৭৩ সাংবাদিক এবং রাষ্ট্রসংঘের শতাধিক কর্মী নিহত হয়েছেন। 

প্রসঙ্গত, গত অক্টোবর গাজায় হামলা করে ইসরাইল। দেশটির সেনাবাহিনীর বর্বরতায় পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। রবিবার একদিনে ৭০০ ফিলিস্তিনির জীবন কেড়ে নিয়েছে ইসরাইল 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলি প্রশাসনকে ‘খুনি’ ও ‘চোর’ বললেন এরদোগান

আপডেট : ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক:

গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর অবিরত বর্বরতার দায়ে এবার ইসরাইলের প্রশাসনকে ‘খুনিচোরআখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুলোধুনো করেছেন তিনি এরদোগান বলেন, নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে বিচার করা হবেসোমবার তুরস্কের ইস্তান্বুলে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) অর্থনীতিবিষয়ক একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন 

সময় এরদোগান মুসলিম বিশ্বকে ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইসরাইল অঞ্চলের (মধ্যপ্রাচ্য) অন্যান্য স্থানেও যে কোনো সময় আক্রমণ চালাতে পারে। এরদোগান বলেন, ওআইসি প্রতিষ্ঠা হয়েছে মূলত ফিলিস্তিনকে রক্ষা করার জন্য। আমাদের এক কন্ঠ এক শরীর নিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়াই ওআইসি প্রতিষ্ঠার উদ্দেশ্য। 

সময় ইসরাইলের কাছে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি নিয়েও সমালোচনা করেন প্রেসিডেন্ট এরদোগান। এরদোগান আরও বলেন, গাজায় শহীদ হওয়া প্রতি তিনজনের মধ্যে প্রতি দুজন শিশু নারী। গাজার সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। ইসরাইলি নিষ্ঠুরতায় ৭৩ সাংবাদিক এবং রাষ্ট্রসংঘের শতাধিক কর্মী নিহত হয়েছেন। 

প্রসঙ্গত, গত অক্টোবর গাজায় হামলা করে ইসরাইল। দেশটির সেনাবাহিনীর বর্বরতায় পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। রবিবার একদিনে ৭০০ ফিলিস্তিনির জীবন কেড়ে নিয়েছে ইসরাইল