২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাঙ্কিপক্স রোধে স্মলপক্সের টিকায় ছাড় ইইউ-এর

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 36

পুবের কলম প্রতিবেদকঃ  দেশেও থাবা বসিয়েছে মাঙ্কিপক্ষ। এখনও পর্যন্তও ৪ জনের দেহে পাওয়া গেছে ভাইরাস।এই পরিস্থিতির মোকাবিলা করতে বাজারে আসতে চলেছে মাঙ্কিপক্সের টিকা।বায়োটেকনোলজি সংস্থার বাভারিয়ান নর্ডিকের তৈরি ইমভেনেক্স টিকাটি মাঙ্কিপক্সের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে, তাই এই টিকা টিকে বাজারে আনার অনুমতি দিল ইউরোপীয় কমিশন।ড্যানিশ বায়োটেকনোলজি কোম্পানি বাভারিয়ান নর্ডিক সোমবার এই তথ্যটি নিশ্চিত করেছে।মাঙ্কিপক্সকে বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করার একদিন পরেই এই অনুমোদন আসে।

ব্যাভারিয়ান প্রধান নির্বাহী পল চ্যাপলিন এই প্রসঙ্গে মন্তব্য করে জানিয়েছেন, ‘‘এই ভ্যাকসিন বিশ্ববাসীকে মাঙ্কিপক্সের সংক্রমণ এড়াতে কিছুটা হলেও সাহায্য করবে। তবে এই ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে আরও বিনিয়োগ এবং জৈবিক প্রস্তুতির কাঠামোগত পরিকল্পনার প্রয়োজন।’’
এই মুহূর্তে স্মলপক্সের বিরুদ্ধে ব্যবহৃত হয় এই টিকা। ব্যাভারিয়ান নর্ডিক-এর তৈরি এই টিকা আমেরিকাতে মাঙ্কিপক্সের বিরুদ্ধে ব্যবহৃত হয়।
উল্লেখ্য, এখনও পর্যন্ত আফ্রিকায় সবথেকে চওড়া হয়েছে মাঙ্কিপক্সের থাবা। কমপক্ষে ১২ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বের একাধিক দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। ফলে সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

আরও পড়ুন: আগামী বছরে মিলবে ডেঙ্গি ভ্যাকসিন, দাবি ICMR-এর

প্রসঙ্গতও, মাঙ্কিপক্স প্রবেশ করেছে ভারতেও। শুধুমাত্র কেরালাতেই তিনজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।অন্যদিকে রাজধানী দিল্লিতেও একজন সংক্রমিত হয়েছে বলে খবর।এই প্রসঙ্গে, কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ জানিয়েছেন, ভাইরাসে আক্রান্ত হওয়া প্রত্যেকেই বিদেশ থেকে ফিরেছেন।উল্লেখ্য, গত ১৪ জুলাই কেরালায় সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত আসা এক ব্যক্তির দেহে এই ভাইরাস পাওয়া গিয়েছিল। ভারতে এখনও পর্যন্তও ৪ জনের দেহে এই ভাইরাস পাওয়া যাওয়ায় রীতিমতো উদ্বেগ বেড়েছে।

আরও পড়ুন: কঙ্গোয় ব্যাপক হারে ছড়াচ্ছে মাঙ্কিপক্স, অনিয়ন্ত্রিত যৌন মিলনের কথা বলছে হু

আরও পড়ুন: আফ্রিকার ১০ দেশ ম্যালেরিয়ার নয়া টিকাকে অনুমোদন দেবে: হু  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাঙ্কিপক্স রোধে স্মলপক্সের টিকায় ছাড় ইইউ-এর

আপডেট : ২৬ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদকঃ  দেশেও থাবা বসিয়েছে মাঙ্কিপক্ষ। এখনও পর্যন্তও ৪ জনের দেহে পাওয়া গেছে ভাইরাস।এই পরিস্থিতির মোকাবিলা করতে বাজারে আসতে চলেছে মাঙ্কিপক্সের টিকা।বায়োটেকনোলজি সংস্থার বাভারিয়ান নর্ডিকের তৈরি ইমভেনেক্স টিকাটি মাঙ্কিপক্সের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে, তাই এই টিকা টিকে বাজারে আনার অনুমতি দিল ইউরোপীয় কমিশন।ড্যানিশ বায়োটেকনোলজি কোম্পানি বাভারিয়ান নর্ডিক সোমবার এই তথ্যটি নিশ্চিত করেছে।মাঙ্কিপক্সকে বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করার একদিন পরেই এই অনুমোদন আসে।

ব্যাভারিয়ান প্রধান নির্বাহী পল চ্যাপলিন এই প্রসঙ্গে মন্তব্য করে জানিয়েছেন, ‘‘এই ভ্যাকসিন বিশ্ববাসীকে মাঙ্কিপক্সের সংক্রমণ এড়াতে কিছুটা হলেও সাহায্য করবে। তবে এই ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে আরও বিনিয়োগ এবং জৈবিক প্রস্তুতির কাঠামোগত পরিকল্পনার প্রয়োজন।’’
এই মুহূর্তে স্মলপক্সের বিরুদ্ধে ব্যবহৃত হয় এই টিকা। ব্যাভারিয়ান নর্ডিক-এর তৈরি এই টিকা আমেরিকাতে মাঙ্কিপক্সের বিরুদ্ধে ব্যবহৃত হয়।
উল্লেখ্য, এখনও পর্যন্ত আফ্রিকায় সবথেকে চওড়া হয়েছে মাঙ্কিপক্সের থাবা। কমপক্ষে ১২ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বের একাধিক দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। ফলে সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

আরও পড়ুন: আগামী বছরে মিলবে ডেঙ্গি ভ্যাকসিন, দাবি ICMR-এর

প্রসঙ্গতও, মাঙ্কিপক্স প্রবেশ করেছে ভারতেও। শুধুমাত্র কেরালাতেই তিনজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।অন্যদিকে রাজধানী দিল্লিতেও একজন সংক্রমিত হয়েছে বলে খবর।এই প্রসঙ্গে, কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ জানিয়েছেন, ভাইরাসে আক্রান্ত হওয়া প্রত্যেকেই বিদেশ থেকে ফিরেছেন।উল্লেখ্য, গত ১৪ জুলাই কেরালায় সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত আসা এক ব্যক্তির দেহে এই ভাইরাস পাওয়া গিয়েছিল। ভারতে এখনও পর্যন্তও ৪ জনের দেহে এই ভাইরাস পাওয়া যাওয়ায় রীতিমতো উদ্বেগ বেড়েছে।

আরও পড়ুন: কঙ্গোয় ব্যাপক হারে ছড়াচ্ছে মাঙ্কিপক্স, অনিয়ন্ত্রিত যৌন মিলনের কথা বলছে হু

আরও পড়ুন: আফ্রিকার ১০ দেশ ম্যালেরিয়ার নয়া টিকাকে অনুমোদন দেবে: হু