ভ্যাকসিন নিলেও মাস্ক পরতে হবে আমেরিকায়

- আপডেট : ২৮ জুলাই ২০২১, বুধবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্কঃ দুটি ভ্যাকসিন নেওয়া থাকলেও আমেরিকায় মাস্ক পরতে হবে। বিশেষ করে কোনও ইন্ডোর অনুষ্ঠানে বা যেসব জায়গায় করোনার সংক্রমণ বেশি সেখানে। ডেল্টার সংক্রমণ ছড়াচ্ছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। মঙ্গলবার সংস্থাটি ঘোষণা করেছে, যাদের দু’টি ভ্যাকসিন নেওয়া হয়েছে তাদেরকেও মাস্ক পরতে হবে। নতুন করে করোনা সংক্রমণের খবরে আমেরিকা তার আগের নীতি বদলে ফেলতে বাধ্য হল। সেন্টারের ডিরেক্টর বলেছেন, যারা দু’টি ডোজ নিয়েছেন, তারাও করোনার ভাইরাস ছড়াতে পারেন। আমেরিকার বেশ কিছু রাজ্য ও বিশ্বের কয়েকটি দেশের তথ্য বিশ্লেষণ করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিডিসির সুপারিশ, যারা ঘরের ভিতরে কাজ করেন– বিশেষ করে শিক্ষক, ছাত্র, সরকারি, বেসরকারি কর্মী, স্কুল বা অফিসে যারা বাইরে থেকে আসেন তাদের মাস্ক পরতে হবে।
প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছেন, করোনা যেখানে ছড়াচ্ছে, সেখানে মানুষকে সিডিসির নতুন নির্দেশ পালন করতে হবে। তাঁর মতে সিডিসির নতুন নীতি থেকে এটা বোঝা যাচ্ছে, সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে হবে।