২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জেনন গ্যাস ব্যবহার করে মাত্র ৫দিনে এভারেস্ট জয় চার ব্রিটিশ অভিযাত্রীর

চামেলি দাস
  • আপডেট : ২৩ মে ২০২৫, শুক্রবার
  • / 207

পুবের কলম, ওয়েবডেস্ক: বাড়ি থেকে বেরিয়ে মাত্র পাঁচ দিনেই এভারেস্ট জয়। তাও একেবারে নিরাপদে। বিনা অক্সিজেনে। এমন ঘটনাই ঘটিয়ে ফেলেছেন চার ব্রিটিশ অভিযাত্রী। মাত্র কয়েকদিন আগেই এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যু হয়েছিল দুই বাঙালি পর্যটকের। ঠিক তার পরেই চার ব্রিটিশ অভিযাত্রীর এমন সাফল্য রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এভারেস্ট অভিযানের ক্ষেত্রে।

অস্ট্রিয়া ভিত্তিক এক অভিযাত্রী সংগঠনের হয়ে লন্ডন থেকে বেরিয়ে এই চার ব্রিটিশ অভিযাত্রী মাত্র পাঁচ দিনে তাঁদের সফল অভিযানে অক্সিজেন নিয়ে না গেলেও তাঁর ব্যবহার করেছিলেন জেনন গ্যাস। যা আজ পর্যন্ত এভারেস্ট অভিযানের ক্ষেত্রে কখনও ব্যবহৃত হয়নি। অভিযাত্রী দলটি জানিয়েছে ২৯০৮২ ফুট উচ্চতা অতিক্রম করতে এই জেনন গ্যাস দুর্গম পথকেও অনেকটা সুগম করে দেয়। এই গ্যাস ব্যবহার করে উচ্চতায় চড়াও যায় খুব দ্রুত। বিশাল উচ্চতাতেও শরীরকে তা স্বাচ্ছন্দ দেয়।

আরও পড়ুন: মৃত্যু বাংলার পর্বতারোহীর, এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যু

পাশাপাশি হাই অল্টিটিউটে এই অভিযাত্রীরা যে তাঁবু ব্যবহার করেছিলেন, সেটিও একেবারে অন্যরকম। বাড়ি থেকেই তাঁরা এর প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন। তবে বিকল্প হিসেবে অতি উচ্চতায় তারা অক্সিজেন সঙ্গে রেখেছিলেন।

আরও পড়ুন: নেপালে মাউন্ট এভারেস্টের কাছে ভেঙে পড়ল কপ্টার, মৃত্যু ক্যাপ্টেন সহ ৬ মেক্সিকান নাগরিকের

অভিযাত্রী দল জানিয়েছে জেনন গ্যাস বর্ণহীন, গন্ধহীন একটি গ্যাস, যা পৃথিবীর আবহে ডাক্তারি পরীক্ষায় ব্যবহৃত হয়। এটি উচ্চতাজনিত অসুস্থতা রোধ করে। তারা এটিকে পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছিলেন। এবং তাতে তাঁরা সফলও হয়েছেন। প্রথমবার এভারেস্টে এমন ধরনের গ্যাস ব্যবহৃত হল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেনন গ্যাস ব্যবহার করে মাত্র ৫দিনে এভারেস্ট জয় চার ব্রিটিশ অভিযাত্রীর

আপডেট : ২৩ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বাড়ি থেকে বেরিয়ে মাত্র পাঁচ দিনেই এভারেস্ট জয়। তাও একেবারে নিরাপদে। বিনা অক্সিজেনে। এমন ঘটনাই ঘটিয়ে ফেলেছেন চার ব্রিটিশ অভিযাত্রী। মাত্র কয়েকদিন আগেই এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যু হয়েছিল দুই বাঙালি পর্যটকের। ঠিক তার পরেই চার ব্রিটিশ অভিযাত্রীর এমন সাফল্য রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এভারেস্ট অভিযানের ক্ষেত্রে।

অস্ট্রিয়া ভিত্তিক এক অভিযাত্রী সংগঠনের হয়ে লন্ডন থেকে বেরিয়ে এই চার ব্রিটিশ অভিযাত্রী মাত্র পাঁচ দিনে তাঁদের সফল অভিযানে অক্সিজেন নিয়ে না গেলেও তাঁর ব্যবহার করেছিলেন জেনন গ্যাস। যা আজ পর্যন্ত এভারেস্ট অভিযানের ক্ষেত্রে কখনও ব্যবহৃত হয়নি। অভিযাত্রী দলটি জানিয়েছে ২৯০৮২ ফুট উচ্চতা অতিক্রম করতে এই জেনন গ্যাস দুর্গম পথকেও অনেকটা সুগম করে দেয়। এই গ্যাস ব্যবহার করে উচ্চতায় চড়াও যায় খুব দ্রুত। বিশাল উচ্চতাতেও শরীরকে তা স্বাচ্ছন্দ দেয়।

আরও পড়ুন: মৃত্যু বাংলার পর্বতারোহীর, এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যু

পাশাপাশি হাই অল্টিটিউটে এই অভিযাত্রীরা যে তাঁবু ব্যবহার করেছিলেন, সেটিও একেবারে অন্যরকম। বাড়ি থেকেই তাঁরা এর প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন। তবে বিকল্প হিসেবে অতি উচ্চতায় তারা অক্সিজেন সঙ্গে রেখেছিলেন।

আরও পড়ুন: নেপালে মাউন্ট এভারেস্টের কাছে ভেঙে পড়ল কপ্টার, মৃত্যু ক্যাপ্টেন সহ ৬ মেক্সিকান নাগরিকের

অভিযাত্রী দল জানিয়েছে জেনন গ্যাস বর্ণহীন, গন্ধহীন একটি গ্যাস, যা পৃথিবীর আবহে ডাক্তারি পরীক্ষায় ব্যবহৃত হয়। এটি উচ্চতাজনিত অসুস্থতা রোধ করে। তারা এটিকে পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছিলেন। এবং তাতে তাঁরা সফলও হয়েছেন। প্রথমবার এভারেস্টে এমন ধরনের গ্যাস ব্যবহৃত হল।