জাকার্তায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, আহত কমপক্ষে ৫৪
- আপডেট : ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার
- / 83
পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক স্কুল চত্বরের অন্দরে মসজিদে চলছিল শুক্রবারের জুমার নামাজ পড়া চলছিল। এমন সময়ে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মসজিদ-সহ গোটা স্কুল চত্বর। বিস্ফোরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিশ ও অ্যাম্বুল্যান্স। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। এই ঘটনায় কমপক্ষে ৫৪ জন আহত হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, উত্তর জাকার্তার কেলাপা গ্যাডিং এলাকায় নৌবাহিনীর একটি কম্পাউন্ডের মধ্যে অবস্থিত ওই মসজিদটি। স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটা নাগাদ আচমকা সেখানে ঘটে এই বিস্ফোরণ। কী কারণে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। নগর পুলিশের প্রধান আসেপ এদি সুহেরি বলেছেন, বিস্ফোরণের কারণ এখনো অজানা। ঘটনা তদন্ত করা হচ্ছে। সুহেরি আরও বলেছেন, এখন পর্যন্ত ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের ছোটখাটো, অনেকের গুরুতর আঘাত লেগেছে। অনেকের শরীরে পুড়েও গেছে।































