০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আদালত কক্ষেই বিস্ফোরণ, আহত ১

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 38

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের খবরের শিরোনামে দিল্লির রোহিনী আদালত। কিছুদিন আগেই আদালত কক্ষের ভিতরেই এক কুখ্যাত আসামীকে গুলি করার খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার ফের সেই রোহিনী আদালতে ঘটল বিস্ফোরণের ঘটনা। বৃহস্পতিবার সকাল ১০.৪০ নাগাদ বেশ জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে রোহিনী আদালত চত্বর। দেশি বোমা বা এলইডি থেকে এই বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে অনুমান।

 

আরও পড়ুন: আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান

ঘটনাস্থলে ফরেন্সিক দল। জানা গেছে, সাদা পাউডার জাতীয় কিছু পরিত্যক্ত ব্যাগে রাখা ছিল। সেখান থেকেই এই বিস্ফোরণ হয়। এই ঘটনার পর এদিনের মতো বন্ধ করে দেওয়া হয়েছে আদালতের কাজ। ঘটনায় আহত হয়েছেন একজন পুলিশ কর্মী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: অসমে উচ্ছেদ করতে গিয়ে চলল গুলি, মৃত ২, আহত বহু

 

আরও পড়ুন: বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত আহত ২ শিশু,  বিক্ষোভ সালারে

উল্লেখ্য, এই রোহিনী আদালতেই চলতি বছরের সেপ্টেম্বর মাসে আদালত কক্ষের মধ্যেই শ্যুট আউটের ঘটনা ঘটে। মৃত্যু হয় কুখ্যাত মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার জিতেন্দ্র ওরফে গোগির। হামলাকারীরা আইনজীবীর পোশাকেই এই হামলা চালায়। প্রায় ৩৫-৪০ রাউন্ড গুলি চলে। এই ঘটনায় হামলাকারী হিসেবে তিল্লু তাজপুরিয়া চক্রের নাম সামনে আসে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আদালত কক্ষেই বিস্ফোরণ, আহত ১

আপডেট : ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের খবরের শিরোনামে দিল্লির রোহিনী আদালত। কিছুদিন আগেই আদালত কক্ষের ভিতরেই এক কুখ্যাত আসামীকে গুলি করার খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার ফের সেই রোহিনী আদালতে ঘটল বিস্ফোরণের ঘটনা। বৃহস্পতিবার সকাল ১০.৪০ নাগাদ বেশ জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে রোহিনী আদালত চত্বর। দেশি বোমা বা এলইডি থেকে এই বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে অনুমান।

 

আরও পড়ুন: আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান

ঘটনাস্থলে ফরেন্সিক দল। জানা গেছে, সাদা পাউডার জাতীয় কিছু পরিত্যক্ত ব্যাগে রাখা ছিল। সেখান থেকেই এই বিস্ফোরণ হয়। এই ঘটনার পর এদিনের মতো বন্ধ করে দেওয়া হয়েছে আদালতের কাজ। ঘটনায় আহত হয়েছেন একজন পুলিশ কর্মী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: অসমে উচ্ছেদ করতে গিয়ে চলল গুলি, মৃত ২, আহত বহু

 

আরও পড়ুন: বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত আহত ২ শিশু,  বিক্ষোভ সালারে

উল্লেখ্য, এই রোহিনী আদালতেই চলতি বছরের সেপ্টেম্বর মাসে আদালত কক্ষের মধ্যেই শ্যুট আউটের ঘটনা ঘটে। মৃত্যু হয় কুখ্যাত মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার জিতেন্দ্র ওরফে গোগির। হামলাকারীরা আইনজীবীর পোশাকেই এই হামলা চালায়। প্রায় ৩৫-৪০ রাউন্ড গুলি চলে। এই ঘটনায় হামলাকারী হিসেবে তিল্লু তাজপুরিয়া চক্রের নাম সামনে আসে।