২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক অর্জুন, এই সংগঠন নিয়ে ভোটে জিততে পারবে না বিজেপি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ মে ২০২২, সোমবার
  • / 38

পুবের কলম, ওয়েবডেস্ক: সদ্য তৃণমূলের যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে  বিস্ফোরক সাংসদ অর্জুন সিং। এদিন তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, বিজেপি এই সংগঠন নিয়ে ভোটে জিততে পারবে না। এসি ঘরে বসে ফেসবুকে সংগঠন করা যায় না। বিধানসভা ভোটে হারবে বিজেপি নেতৃত্ব। প্রার্থী বাছাই নিয়ে আমার পরামর্শ শোনাই হয়নি।

এদিন অর্জুন বিজেপির প্রতি তীব্র ক্ষোভ জানিয়ে বলেন, প্রার্থী বাছাই নিয়ে আমার পরামর্শ শোনাই হয়নি। দিল্লির নেতারাও জানতেন বাংলায় ভোটে জিততে হলে সংগঠনের প্রয়োজন।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

উল্লেখ্য, গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন অর্জুন সিং।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের চলে এই যোগদান পর্ব। উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ চক্রবর্তী, পার্থ ভৌমিকরা।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

দলে যোগ দেওয়ার পর অর্জুন জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আমি ঘরে ফিরে এসেছি। তৃণমূলের কংগ্রেসের প্রতিষ্ঠালগ্ন থেকে আমি দলের সঙ্গে  রয়েছি। মাঝে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার জন্য আমি দল ছেড়ে দিয়েছিলাম। তারপর বারাকপুর থেকে সাংসদ হয়েছি। কিন্তু বিজেপি যে ফেসবুক নির্ভর রাজনীতি করে তাতে আমার কাজ করতে সমস্যা হচ্ছিল। আমরা সংগঠন করা লোক। ফেসবুকে আমরা রাজনীতি করতে পারি না। তাই পুরনো  দলে ফেরত এলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভারতে খুব তাড়াতাড়ি বড় লড়াই শুরু হতে চলেছে। বাংলায় বিজেপির জেতা অত সহজ নয়। বাংলার বাইরের বিজেপি আর এই রাজ্যের বিজেপি এক নয়।

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা

বেশ কয়েকদিন ধরেই বেসুরো শোনাচ্ছিল অর্জুন সিংকে। সেই সময় সাংবাদিকের প্রশ্নের উত্তর এড়িয়ে যান অর্জুন। এর পর সব জল্পনার অবসান ঘটিয়ে বলেন, ‘শেষের কাউন ডাউন শুরু’।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক অর্জুন, এই সংগঠন নিয়ে ভোটে জিততে পারবে না বিজেপি

আপডেট : ২৩ মে ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সদ্য তৃণমূলের যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে  বিস্ফোরক সাংসদ অর্জুন সিং। এদিন তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, বিজেপি এই সংগঠন নিয়ে ভোটে জিততে পারবে না। এসি ঘরে বসে ফেসবুকে সংগঠন করা যায় না। বিধানসভা ভোটে হারবে বিজেপি নেতৃত্ব। প্রার্থী বাছাই নিয়ে আমার পরামর্শ শোনাই হয়নি।

এদিন অর্জুন বিজেপির প্রতি তীব্র ক্ষোভ জানিয়ে বলেন, প্রার্থী বাছাই নিয়ে আমার পরামর্শ শোনাই হয়নি। দিল্লির নেতারাও জানতেন বাংলায় ভোটে জিততে হলে সংগঠনের প্রয়োজন।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

উল্লেখ্য, গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন অর্জুন সিং।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের চলে এই যোগদান পর্ব। উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ চক্রবর্তী, পার্থ ভৌমিকরা।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

দলে যোগ দেওয়ার পর অর্জুন জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আমি ঘরে ফিরে এসেছি। তৃণমূলের কংগ্রেসের প্রতিষ্ঠালগ্ন থেকে আমি দলের সঙ্গে  রয়েছি। মাঝে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার জন্য আমি দল ছেড়ে দিয়েছিলাম। তারপর বারাকপুর থেকে সাংসদ হয়েছি। কিন্তু বিজেপি যে ফেসবুক নির্ভর রাজনীতি করে তাতে আমার কাজ করতে সমস্যা হচ্ছিল। আমরা সংগঠন করা লোক। ফেসবুকে আমরা রাজনীতি করতে পারি না। তাই পুরনো  দলে ফেরত এলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভারতে খুব তাড়াতাড়ি বড় লড়াই শুরু হতে চলেছে। বাংলায় বিজেপির জেতা অত সহজ নয়। বাংলার বাইরের বিজেপি আর এই রাজ্যের বিজেপি এক নয়।

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা

বেশ কয়েকদিন ধরেই বেসুরো শোনাচ্ছিল অর্জুন সিংকে। সেই সময় সাংবাদিকের প্রশ্নের উত্তর এড়িয়ে যান অর্জুন। এর পর সব জল্পনার অবসান ঘটিয়ে বলেন, ‘শেষের কাউন ডাউন শুরু’।