০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুজোয় যাত্রীর চাপ কমাতে দূরপাল্লার ট্রেনে অতিরিক্ত বগি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 56

পুবের কলম প্রতিবেদক: পুজোর সময় অনেকেই এখানে-ওখানে ঘুরতে যান। ফলে ট্রেনের টিকিট পেতে অনেক সমস্যা হয়। যাত্রী সাধারণের এই সমস্যা দূর করতে রেলের তরফে ইতিমধ্যেই কলকাতা শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে দূরপাল্লার কিছু স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এরই মধ্যে বড় ঘোষণা করল ভারতীয় রেল।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত যাত্রীর চাপ কমাতে দূরপাল্লার বিভিন্ন ট্রেনে নতুন করে কিছু বগি বা কোচ সংযোজন করা হবে। পুজোর সময় রেল যাত্রীরা যাতে ভালোভাবে নিজেদের গন্তব্যস্থলে যেতে পারেন তাই এই উদ্যোগ বলে জানিয়েছে পূর্ব রেলের কর্তারা।

আরও পড়ুন: পুজোর  আগে হকারদের পাশে মমতা, ৩ দফায় মিলবে ৮০ হাজার টাকা

জানা গিয়েছে, হাওড়া থেকে দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে একটি থ্রি টায়ার এসি কোচ যুক্ত করা হচ্ছে। এই অতিরিক্ত  কোচ ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত জারি থাকবে। একইভাবে হাওড়া থেকে যোগনগরী ঋষিকেশের হাওড়া-দুন এক্সপ্রেসেও একটি স্লিপার কোচ লাগানো হচ্ছে, যা ২৯ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। অন্যদিকে ডাউন দুন এক্সপ্রেসেও ১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই অতিরিক্ত কোচ থাকবে।

আরও পড়ুন: পুজোর আগেই চলবে মাঝেরহাট মেট্রো

হাওড়া-মিথিলা এক্সপ্রেস, হাওড়া-রক্সল এক্সপ্রেস, শিয়ালদা-বিকেনের দুরন্ত এক্সপ্রেস, শিয়ালদা-জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস-শিয়ালদা, আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কলকাতা গাজীপুর কলকাতা শব্দভেদী এক্সপ্রেস, কলকাতা-হলদিবাড়ি ত্রিসাপ্তাহিক ইন্টারসিটি এক্সপ্রেস প্রভৃতি ট্রেনের কোথাও দুটি কোথাও তিনটি বা কোথাও একটি করে এসি বা স্লিপার কোচ লাগানো হচ্ছে। এসবগুলি সেপ্টেম্বর মাসের শেষ থেকে অক্টোবর মাসের শেষ পর্যন্ত থাকবে।

আরও পড়ুন: Breaking: নববর্ষের প্রাক্কালে কালীঘাটে পুজো দিলেন মমতা

অন্যদিকে পুজোর ওই কদিন রিজার্ভেশন টিকিট কাউন্টার খোলা ও বন্ধের নিয়মেই মূলত পরিবর্তন হবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কলকাতা ও হাওড়া এলাকার রেলের রিজার্ভেশন কাউন্টারগুলি সাধারণত দুটো শিফটে কাজ করে। কিন্তু পুজোর সময় সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্তই কাউন্টার খোলা থাকবে। বিকালের দিকে কোনও কাউন্টার খোলা থাকবে না। তবে হাওড়া-শিয়ালদা ও কলকাতা টার্মিনালে কারেন্ট বুকিং কাউন্টার একই রকম ভাবে খোলা থাকবে। জানা গিয়েছে, অক্টোবর মাসের ৩,৪, ৫, ২৪, ২৫ তারিখে দুর্গাপুজো, কালীপুজো ও দিপাবলীর জন্য এই নিয়ম কার্যকর হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুজোয় যাত্রীর চাপ কমাতে দূরপাল্লার ট্রেনে অতিরিক্ত বগি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: পুজোর সময় অনেকেই এখানে-ওখানে ঘুরতে যান। ফলে ট্রেনের টিকিট পেতে অনেক সমস্যা হয়। যাত্রী সাধারণের এই সমস্যা দূর করতে রেলের তরফে ইতিমধ্যেই কলকাতা শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে দূরপাল্লার কিছু স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এরই মধ্যে বড় ঘোষণা করল ভারতীয় রেল।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত যাত্রীর চাপ কমাতে দূরপাল্লার বিভিন্ন ট্রেনে নতুন করে কিছু বগি বা কোচ সংযোজন করা হবে। পুজোর সময় রেল যাত্রীরা যাতে ভালোভাবে নিজেদের গন্তব্যস্থলে যেতে পারেন তাই এই উদ্যোগ বলে জানিয়েছে পূর্ব রেলের কর্তারা।

আরও পড়ুন: পুজোর  আগে হকারদের পাশে মমতা, ৩ দফায় মিলবে ৮০ হাজার টাকা

জানা গিয়েছে, হাওড়া থেকে দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে একটি থ্রি টায়ার এসি কোচ যুক্ত করা হচ্ছে। এই অতিরিক্ত  কোচ ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত জারি থাকবে। একইভাবে হাওড়া থেকে যোগনগরী ঋষিকেশের হাওড়া-দুন এক্সপ্রেসেও একটি স্লিপার কোচ লাগানো হচ্ছে, যা ২৯ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। অন্যদিকে ডাউন দুন এক্সপ্রেসেও ১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই অতিরিক্ত কোচ থাকবে।

আরও পড়ুন: পুজোর আগেই চলবে মাঝেরহাট মেট্রো

হাওড়া-মিথিলা এক্সপ্রেস, হাওড়া-রক্সল এক্সপ্রেস, শিয়ালদা-বিকেনের দুরন্ত এক্সপ্রেস, শিয়ালদা-জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস-শিয়ালদা, আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কলকাতা গাজীপুর কলকাতা শব্দভেদী এক্সপ্রেস, কলকাতা-হলদিবাড়ি ত্রিসাপ্তাহিক ইন্টারসিটি এক্সপ্রেস প্রভৃতি ট্রেনের কোথাও দুটি কোথাও তিনটি বা কোথাও একটি করে এসি বা স্লিপার কোচ লাগানো হচ্ছে। এসবগুলি সেপ্টেম্বর মাসের শেষ থেকে অক্টোবর মাসের শেষ পর্যন্ত থাকবে।

আরও পড়ুন: Breaking: নববর্ষের প্রাক্কালে কালীঘাটে পুজো দিলেন মমতা

অন্যদিকে পুজোর ওই কদিন রিজার্ভেশন টিকিট কাউন্টার খোলা ও বন্ধের নিয়মেই মূলত পরিবর্তন হবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কলকাতা ও হাওড়া এলাকার রেলের রিজার্ভেশন কাউন্টারগুলি সাধারণত দুটো শিফটে কাজ করে। কিন্তু পুজোর সময় সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্তই কাউন্টার খোলা থাকবে। বিকালের দিকে কোনও কাউন্টার খোলা থাকবে না। তবে হাওড়া-শিয়ালদা ও কলকাতা টার্মিনালে কারেন্ট বুকিং কাউন্টার একই রকম ভাবে খোলা থাকবে। জানা গিয়েছে, অক্টোবর মাসের ৩,৪, ৫, ২৪, ২৫ তারিখে দুর্গাপুজো, কালীপুজো ও দিপাবলীর জন্য এই নিয়ম কার্যকর হবে।