২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গণছাঁটাই শুরু করেছে ফেসবুকের মূল সংস্থা মেটা  

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ মে ২০২৩, শুক্রবার
  • / 77

পুবের কলম,ওয়েবডেস্ক: ফের বড়সড় ছাঁটাইয়ের আশঙ্কা ফেসবুকের মূল সংস্থা মেটাতে। সেই ছাঁটাইয়ের ধাক্কা এসে পড়েছে ভারতেও। ছাঁটাইয়ের কোপে পড়তে চলেছে ফেসবুকের অতি উচ্চপদস্থ বেশ কিছু কর্মীও।

সূত্রের খবর, ভারতে মেটার ডিরেক্টর অফ মার্কেটিং অবিনাশ পন্থ, মিডিয়া পার্টনারশিপের ডিরেক্টর সাকেত ঝা, ডিরেক্টর (লিগাল) অমৃতা মুখোপাধ্যায়- এঁরা ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন।

সংস্থার তরফে জানানো হয়েছে, তৃতীয় দফায় বিজনেস ও অপারেশন বিভাগে কর্মী ছাঁটাই করা হবে। এক ধাক্কায় এবার চাকরি খোয়াতে চলেছেন ১০ হাজার কর্মী। এর মধ্যে ভারতীয় কর্মীরাও রয়েছেন বলেই জানা গিয়েছে। যদিও এই বিষয়ে এখনও সংবাদমাধ্যমের কাছে কোনও বক্তব্য রাখেনি মেটা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গণছাঁটাই শুরু করেছে ফেসবুকের মূল সংস্থা মেটা  

আপডেট : ২৬ মে ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ফের বড়সড় ছাঁটাইয়ের আশঙ্কা ফেসবুকের মূল সংস্থা মেটাতে। সেই ছাঁটাইয়ের ধাক্কা এসে পড়েছে ভারতেও। ছাঁটাইয়ের কোপে পড়তে চলেছে ফেসবুকের অতি উচ্চপদস্থ বেশ কিছু কর্মীও।

সূত্রের খবর, ভারতে মেটার ডিরেক্টর অফ মার্কেটিং অবিনাশ পন্থ, মিডিয়া পার্টনারশিপের ডিরেক্টর সাকেত ঝা, ডিরেক্টর (লিগাল) অমৃতা মুখোপাধ্যায়- এঁরা ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন।

সংস্থার তরফে জানানো হয়েছে, তৃতীয় দফায় বিজনেস ও অপারেশন বিভাগে কর্মী ছাঁটাই করা হবে। এক ধাক্কায় এবার চাকরি খোয়াতে চলেছেন ১০ হাজার কর্মী। এর মধ্যে ভারতীয় কর্মীরাও রয়েছেন বলেই জানা গিয়েছে। যদিও এই বিষয়ে এখনও সংবাদমাধ্যমের কাছে কোনও বক্তব্য রাখেনি মেটা।