০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টাকে চুল গজানোর নামে জালিয়াতি! প্রাণ কাড়ল এক ব্যক্তির

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ জুন ২০২২, শুক্রবার
  • / 78

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েবডেস্কঃ দূষণের কারণে অল্প বয়সে চুল পড়ে যাওয়া এখনকার সময়ে খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নানান চেষ্টা করেও সমস্যার সমাধান হয়নি। এমন পরিস্থিতিতে যে কোনও প্রলোভন দেওয়া অ্যাডের পাতা ফাঁদে প্রায়শই পা দিয়ে ফেলেন সাধারণ মানুষ। এমনই ঘটনার সাক্ষী থাকল কলকাতা। এই ঘটনার নেপথ্যে কোন ঘটনা রয়েছে জেনে নিন!

তারা নিজেদের ডার্মাটোলজিস্ট হিসেবেই আখ্যায়িত করতেন। চকচকে টাকে ১ মাসে চুল গজানোর প্রতিশ্রুতি দিতেন। টাকের কারণে যেই সব ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না আগামী কয়েক মাসের মধ্যেই তাদের বিয়ে হবে। এমনটাও অফার দিতেন তারা। আর তাদের এই পাতা ফাঁদে পা দিয়েছে টাকের সমস্যায় জর্জরিত বহু মানুষ। স্বাভাবিক ভাবেই এমন প্রস্তাব – ই বা কে হাত ছাড়া করে। তাই চেম্বারে চেম্বারে নেমেছে কুড়ি-থেকে ২৫ বছর বয়েস থেকে শুরু করে মধ্যবয়সী মানুষদের ঢল। আর তার মধ্যে ডাক্তার ফি মাত্র ৫০০ টাকা। আর চিকিত্‍সার খরচ বাবদ নেওয়া হচ্ছিল ১৫ থেকে ৩০ হাজার টাকা।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

এই অফারের ফাঁদে পা দিয়েছিল বিহারের রাজগীরের বাসিন্দা মনোরঞ্জন পাসওয়ানের পরিবার। পেশায় পুলিশের কনস্টেবল। বিহার পুলিশের কনস্টেবল পদে কর্মরত মনোরঞ্জন টাকে চুল গজানোর লোভে পাতা ফাঁদে পা দিয়ে এই ভুয়ো ডাক্তারের কাছে প্রায় দেড় লক্ষ টাকার চিকিৎসা করায়। টাকে চুল গজানও তো দূরের কথা এই ভুলভাল চিকিৎসার জেরে নিজের প্রাণ টাই হারিয়ে বসেন তিনি। এই ঘটনা পুলিশের কানে যেতেই অভিযান শুরু করে কলকাতা পুলিশ। আর তার পরেই ১০ জন ভুয়ো ডাক্তারকে গ্রফতার করেন পুলিশ। অবাক করার বিষয় এই যে ভুয়ো ডাক্তার আদতে জাল ডার্মাটোলজিস্ট। এদের নেই কোনও ডিগ্রি-ডিপ্লোমা এমনকি নেই এমবিবিএস ডিগ্রিও। আর তারপরেও খাস কলকাতার বুকে কি ভাবে এই রকম জালিয়াতির কাজ করছে, তার জন্য ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টাকে চুল গজানোর নামে জালিয়াতি! প্রাণ কাড়ল এক ব্যক্তির

আপডেট : ১৭ জুন ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দূষণের কারণে অল্প বয়সে চুল পড়ে যাওয়া এখনকার সময়ে খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নানান চেষ্টা করেও সমস্যার সমাধান হয়নি। এমন পরিস্থিতিতে যে কোনও প্রলোভন দেওয়া অ্যাডের পাতা ফাঁদে প্রায়শই পা দিয়ে ফেলেন সাধারণ মানুষ। এমনই ঘটনার সাক্ষী থাকল কলকাতা। এই ঘটনার নেপথ্যে কোন ঘটনা রয়েছে জেনে নিন!

তারা নিজেদের ডার্মাটোলজিস্ট হিসেবেই আখ্যায়িত করতেন। চকচকে টাকে ১ মাসে চুল গজানোর প্রতিশ্রুতি দিতেন। টাকের কারণে যেই সব ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না আগামী কয়েক মাসের মধ্যেই তাদের বিয়ে হবে। এমনটাও অফার দিতেন তারা। আর তাদের এই পাতা ফাঁদে পা দিয়েছে টাকের সমস্যায় জর্জরিত বহু মানুষ। স্বাভাবিক ভাবেই এমন প্রস্তাব – ই বা কে হাত ছাড়া করে। তাই চেম্বারে চেম্বারে নেমেছে কুড়ি-থেকে ২৫ বছর বয়েস থেকে শুরু করে মধ্যবয়সী মানুষদের ঢল। আর তার মধ্যে ডাক্তার ফি মাত্র ৫০০ টাকা। আর চিকিত্‍সার খরচ বাবদ নেওয়া হচ্ছিল ১৫ থেকে ৩০ হাজার টাকা।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

এই অফারের ফাঁদে পা দিয়েছিল বিহারের রাজগীরের বাসিন্দা মনোরঞ্জন পাসওয়ানের পরিবার। পেশায় পুলিশের কনস্টেবল। বিহার পুলিশের কনস্টেবল পদে কর্মরত মনোরঞ্জন টাকে চুল গজানোর লোভে পাতা ফাঁদে পা দিয়ে এই ভুয়ো ডাক্তারের কাছে প্রায় দেড় লক্ষ টাকার চিকিৎসা করায়। টাকে চুল গজানও তো দূরের কথা এই ভুলভাল চিকিৎসার জেরে নিজের প্রাণ টাই হারিয়ে বসেন তিনি। এই ঘটনা পুলিশের কানে যেতেই অভিযান শুরু করে কলকাতা পুলিশ। আর তার পরেই ১০ জন ভুয়ো ডাক্তারকে গ্রফতার করেন পুলিশ। অবাক করার বিষয় এই যে ভুয়ো ডাক্তার আদতে জাল ডার্মাটোলজিস্ট। এদের নেই কোনও ডিগ্রি-ডিপ্লোমা এমনকি নেই এমবিবিএস ডিগ্রিও। আর তারপরেও খাস কলকাতার বুকে কি ভাবে এই রকম জালিয়াতির কাজ করছে, তার জন্য ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা