জন্মদিনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে চমকে দিলেন ভক্তরা

- আপডেট : ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 137
পুবের কলম প্রতিবেদকঃ মঙ্গলবার ৫৩ বছরে পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সারাদিন ধরে শুভেচ্ছাবার্তায় ভাসলেন তিনি। এ দিন কয়েকটি ধাপে কেক কাটলেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক। ইংল্যান্ড থেকে ফেরার পথে দুবাই বিমানব¨রে কেক কাটা হল। তখন সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় তারপরে বেহালায় মহারাজের বাড়িতেও জন্মদিন পালন করা হয়। সেখানে ভক্তদের আনা কেক কাটলেন তিনি। সেই কেকে ছিল দারুণ এক চমক। যা দেখে সৌরভও অবাক হয়ে যান।
‘দাদার’ জন্মদিন উপলক্ষ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় ফ্যান ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তাদের পক্ষ থেকে আনা কেকটি ছিল মাঠের মতই সবুজ। তার ওপরে ছোট ছোট ব্যাট ও বল। এছাড়া ছিল লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানোর সেই বিখ্যাত ছবিও।
আর চমকটি লুকিয়ে ছিল সেই ছবির সঙ্গেই। যেই সৌরভ ছবিতে টান দেন, তার সঙ্গে এক এক করে বেরোতে থাকে সৌরভের নানা বয়েসের এবং কেরিয়ারের নানা ছবি। মোট ছবির সংখ্যা ছিল ৫৩টি। তখন তাঁকে ঘিরে ছিলেন আত্মীয়, বন্ধু-বান্ধবরা। ছিলেন মহারাজের মা-ও। তাঁকে সোফায় বসে থাকতে দেখা যায়।