২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাথায় হাত কৃষকদের, শিতলী পোকায় আক্রান্ত সরষে গাছ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 47

 

 

আরও পড়ুন: বন্যায় ক্ষতিগ্রস্ত জমি, চাষিদের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত রাজ্যের

 

আরও পড়ুন: ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি! ন্যায্যমূল্য না পেয়ে ফসল নষ্ট করছেন যোগীরাজ্যের কৃষকরা

 

আরও পড়ুন: টমেটোর দর ১ টাকা কেজি, উৎপাদন খরচও উঠছে না কৃষকদের

নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর : শিতলী পোকায় আক্রান্ত সরষে গাছ। সমস‍্যায় পড়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ, তপন ব্লকের কৃষকরা। মূলত শীতের মরসুমে রবি শস‍্য হিসাবে চাষ করে থাকেন কুমারগঞ্জ, তপন, গঙ্গারাপুর এলাকার চাষিরা। তবে তেলের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় বিগত বছর গুলির তুলনায় এবছর মুনাফার আশায় রেকর্ড সংখ‍্যক কৃষক এলাকায় সরষে চাষ করেছেন। কিন্তু আবহওয়া, কুয়াশা এবং অন‍্যান‍্য বেশ কিছু কারণে শিতলী পোকায় সরষে আক্রান্ত বলে অভিযোগ ইমরান আলী, রিপোন মণ্ডল, পিন্টু পাল নামক চাষিদের। ইউনুস আলী নামের এক কৃষক জানান, “সরষের ফুলগুলো শিতলী পোকায় খেয়ে নিচ্ছে, কিছু গাছের ফুল গুলো আবার কালো হয়ে যাচ্ছে, এমনকি সরষের বীজ তৈরি হতেই দিচ্ছে না শিতলী পোকাগুলো।” এই অবস্থায় কৃষি দপ্তরের কাছেও সহযোগিতা চেয়েছেন এলাকার চাষিরা।

 

 

সাধারণত, কৃষিভিত্তিক এই দক্ষিণ দিনাজপুর জেলার অনেক চাষীরা সরষের এই রোগের কারণে ফলন কম হওয়ার আশংকায় আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছেন। এমনকি চিন্তায় রাতের ঘুমও নেই কৃষকদের।

 

এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর মাঝিয়ান কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী শিবানন্দ সিংহ জানান, “তাপমাত্রা ১৫° থেকে ২৫° সেলসিয়াস যদি থাকে পোকার প্রকোপ দ্রুত বেড়ে যেতে পারে। মূলত যারা আগে সরষে ফেলেছিল সেগুলোর সমস‍্যা নেই, দেরিতে যারা সরষে ফেলেছিল সেগুলোরই সমস্যা। তবে বিভিন্ন কীটনাশক স্প্রের সঙ্গে সঙ্গে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসার উপায় হিসাবে ২ কেজি কাঁচা গোবর, গোমূত্র ২ লিটার, নিমপাতা ৫ কেজি ২৪ ঘন্টা জলের সঙ্গে ভিজিয়ে ১০ ML প্রতি লিটার স্প্রে করলে রোগটি সেরে উঠবে।”

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাথায় হাত কৃষকদের, শিতলী পোকায় আক্রান্ত সরষে গাছ

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

 

 

আরও পড়ুন: বন্যায় ক্ষতিগ্রস্ত জমি, চাষিদের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত রাজ্যের

 

আরও পড়ুন: ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি! ন্যায্যমূল্য না পেয়ে ফসল নষ্ট করছেন যোগীরাজ্যের কৃষকরা

 

আরও পড়ুন: টমেটোর দর ১ টাকা কেজি, উৎপাদন খরচও উঠছে না কৃষকদের

নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর : শিতলী পোকায় আক্রান্ত সরষে গাছ। সমস‍্যায় পড়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ, তপন ব্লকের কৃষকরা। মূলত শীতের মরসুমে রবি শস‍্য হিসাবে চাষ করে থাকেন কুমারগঞ্জ, তপন, গঙ্গারাপুর এলাকার চাষিরা। তবে তেলের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় বিগত বছর গুলির তুলনায় এবছর মুনাফার আশায় রেকর্ড সংখ‍্যক কৃষক এলাকায় সরষে চাষ করেছেন। কিন্তু আবহওয়া, কুয়াশা এবং অন‍্যান‍্য বেশ কিছু কারণে শিতলী পোকায় সরষে আক্রান্ত বলে অভিযোগ ইমরান আলী, রিপোন মণ্ডল, পিন্টু পাল নামক চাষিদের। ইউনুস আলী নামের এক কৃষক জানান, “সরষের ফুলগুলো শিতলী পোকায় খেয়ে নিচ্ছে, কিছু গাছের ফুল গুলো আবার কালো হয়ে যাচ্ছে, এমনকি সরষের বীজ তৈরি হতেই দিচ্ছে না শিতলী পোকাগুলো।” এই অবস্থায় কৃষি দপ্তরের কাছেও সহযোগিতা চেয়েছেন এলাকার চাষিরা।

 

 

সাধারণত, কৃষিভিত্তিক এই দক্ষিণ দিনাজপুর জেলার অনেক চাষীরা সরষের এই রোগের কারণে ফলন কম হওয়ার আশংকায় আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছেন। এমনকি চিন্তায় রাতের ঘুমও নেই কৃষকদের।

 

এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর মাঝিয়ান কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী শিবানন্দ সিংহ জানান, “তাপমাত্রা ১৫° থেকে ২৫° সেলসিয়াস যদি থাকে পোকার প্রকোপ দ্রুত বেড়ে যেতে পারে। মূলত যারা আগে সরষে ফেলেছিল সেগুলোর সমস‍্যা নেই, দেরিতে যারা সরষে ফেলেছিল সেগুলোরই সমস্যা। তবে বিভিন্ন কীটনাশক স্প্রের সঙ্গে সঙ্গে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসার উপায় হিসাবে ২ কেজি কাঁচা গোবর, গোমূত্র ২ লিটার, নিমপাতা ৫ কেজি ২৪ ঘন্টা জলের সঙ্গে ভিজিয়ে ১০ ML প্রতি লিটার স্প্রে করলে রোগটি সেরে উঠবে।”