০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আগাম নির্বাচনের দাবি ফজলুর রহমানের, তবে কি সরকারি শিবিরে ফাটল?

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার
  • / 55

পুবের কলম ওয়েবডেস্ক : সদ্যবিদায়ী পাক প্রধানমন্ত্রী তথা পিটিআই নেতা ইমরান খানের কট্টর বিরোধী মাওলানা ফজলুর রহমান দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানি পার্লামেন্টের বিরোধী এই নেতা জাতির আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত নির্বাচনের দাবী জানান। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে তবে কি সরকার পাকাপাকিভাবে গঠন হওয়ার আগেই তাতে ফাটল ধরছে ?

জমিয়তে ওলামায়ে ইসলামের নেতা ফজলুর রহমান এমন সময় এই দাবি জানালেন যখন আগাম নির্বাচনের দাবিতে ইমরান খানও দেশজুড়ে বিশাল সভা-সমাবেশ করছেন। ফজলুর রহমান এবং ইমরান খানের রাজনৈতিক অবস্থান বিপরীত মেরুতে হলেও আগাম নির্বাচন অনুষ্ঠানের দাবীতে দু’দলই একমত। সংসদে যে দুটি রাজনৈতিক স্রোত বইছে তা স্পষ্ট হয়ে উঠেছে ফজলুর রহমানের দাবিতে। এই ফজলুর রহমানই ইমরান খানের কট্টর বিরোধী ছিলেন। আগাম নির্বাচনের দাবীতে এখন তাদের অবস্থান একই।

আরও পড়ুন: নেপালে ৫ মার্চ নির্বাচন

ইমরান খান দাবী করছেন যে বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন। বিশেষ করে মার্কিন কূটনীতিকের সঙ্গে বিরোধী দলের নেতাদের যোগসাজশেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দৃঢ়তার সঙ্গে বারবার বলেছেন। ইমরান খানের দাবি আগাম নির্বাচন হলে জনগণ নতুন করে ভোট দেওয়ার সুযোগ পাবে এবং তাঁর দল তেহরিকে ইনসাফ পার্টি আরও বেশি আসনে বিজয়ী হবে। মাওলানা ফজলুর রহমানের দাবি থেকে বোঝা যায় যে তিনি লক্ষ লক্ষ মানুষের বিরোধিতার বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। জনগণ যে ইমরান খানকে এভাবে পদচু্যত করার বিষয়টি সমর্থন করেনি সেটা বুঝতে পেরেই আগাম নির্বাচনের দাবী তুলেছেন তিনি।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন : ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে উৎসব-মুখর পরিবেশে

আরও পড়ুন: মুর্শিদাবাদ হিংসা: নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি মানবাধিকার সংগঠনের

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগাম নির্বাচনের দাবি ফজলুর রহমানের, তবে কি সরকারি শিবিরে ফাটল?

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : সদ্যবিদায়ী পাক প্রধানমন্ত্রী তথা পিটিআই নেতা ইমরান খানের কট্টর বিরোধী মাওলানা ফজলুর রহমান দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানি পার্লামেন্টের বিরোধী এই নেতা জাতির আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত নির্বাচনের দাবী জানান। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে তবে কি সরকার পাকাপাকিভাবে গঠন হওয়ার আগেই তাতে ফাটল ধরছে ?

জমিয়তে ওলামায়ে ইসলামের নেতা ফজলুর রহমান এমন সময় এই দাবি জানালেন যখন আগাম নির্বাচনের দাবিতে ইমরান খানও দেশজুড়ে বিশাল সভা-সমাবেশ করছেন। ফজলুর রহমান এবং ইমরান খানের রাজনৈতিক অবস্থান বিপরীত মেরুতে হলেও আগাম নির্বাচন অনুষ্ঠানের দাবীতে দু’দলই একমত। সংসদে যে দুটি রাজনৈতিক স্রোত বইছে তা স্পষ্ট হয়ে উঠেছে ফজলুর রহমানের দাবিতে। এই ফজলুর রহমানই ইমরান খানের কট্টর বিরোধী ছিলেন। আগাম নির্বাচনের দাবীতে এখন তাদের অবস্থান একই।

আরও পড়ুন: নেপালে ৫ মার্চ নির্বাচন

ইমরান খান দাবী করছেন যে বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন। বিশেষ করে মার্কিন কূটনীতিকের সঙ্গে বিরোধী দলের নেতাদের যোগসাজশেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দৃঢ়তার সঙ্গে বারবার বলেছেন। ইমরান খানের দাবি আগাম নির্বাচন হলে জনগণ নতুন করে ভোট দেওয়ার সুযোগ পাবে এবং তাঁর দল তেহরিকে ইনসাফ পার্টি আরও বেশি আসনে বিজয়ী হবে। মাওলানা ফজলুর রহমানের দাবি থেকে বোঝা যায় যে তিনি লক্ষ লক্ষ মানুষের বিরোধিতার বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। জনগণ যে ইমরান খানকে এভাবে পদচু্যত করার বিষয়টি সমর্থন করেনি সেটা বুঝতে পেরেই আগাম নির্বাচনের দাবী তুলেছেন তিনি।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন : ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে উৎসব-মুখর পরিবেশে

আরও পড়ুন: মুর্শিদাবাদ হিংসা: নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি মানবাধিকার সংগঠনের