২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রো চালু হলে ভীড়ের আশঙ্কা, হাওড়ার মঙ্গলাহাট শনি ও রবিবার সরানোর প্রস্তাব পুরসভার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, শনিবার
  • / 20

আইভি আদক, হাওড়া:  সোম এবং মঙ্গলবার মঙ্গলাহাটের বদলে প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার এই হাট বসার প্রস্তাব হাওড়া পুরসভার তরফ থেকে দেওয়া হলো হাট ব্যবসায়ীদের কাছে। কারণ ময়দানে মেট্রো চালু হলে যানজটের সৃষ্টি হবে। সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, মঙ্গলাহাট যেখানে বসে সেই এলাকা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে স্কুল, কলেজ, হাসপাতাল, পুরসভা থেকে শুরু করে জেলা প্রশাসনের সমস্ত সদর দপ্তর রয়েছে। সুতরাং এমনিতেই এখানে মানুষের সমাগম বেশি। এর সঙ্গে যদি আর কয়েক মাসের মধ্যে মেট্রো রেল পরিষেবা হাওড়া ময়দান থেকে চালু হয় তাহলে মানুষের চাপ আরো বাড়বে।

সেই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে হাটের ব্যবসায়ীদের কাছে প্রস্তাব দিয়েছি যাতে তারা সপ্তাহের প্রথম দুটো দিন অর্থাৎ সোম এবং মঙ্গলবার এর পরিবর্তে সপ্তাহের শেষ দুটো দিন শনি ও রবি যাতে হাট নিয়ে এখানে বসেন। কারণ শনি ও রবি বেশিরভাগ অফিস ছুটি থাকে। সেই প্রস্তাব আমরা প্রাথমিকভাবে তাদের কাছে রেখেছি। তারাও এই বিষয়ে আলোচনা করবেন। সকলের মিলিত সিদ্ধান্তেই এই নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। একতরফাভাবে কোনওরকম সিদ্ধান্ত নেওয়া হবেনা। সোম এবং মঙ্গলবার যেহেতু সপ্তাহের প্রথম দিন মেট্রো রেল চালু হলে প্রচুর মানুষের ভিড় হবে। মেট্রো রেল চালু হলে সে ক্ষেত্রে হাট ব্যবসায়ীদেরও ব্যবসার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হবে। তাদের গাড়িতে করে হাটের জিনিসপত্র আসে। সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই সোম এবং মঙ্গলবার হাট বসলে সবার ক্ষেত্রেই অসুবিধা হবে। সবার দিকটা দেখেই তাদের আমরা প্রস্তাব দিয়েছি। যাতে তারা সোম এবং মঙ্গলবার এর পরিবর্তে শনি এবং রবি এই দুদিন হাট নিয়ে বসেন।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

আরও পড়ুন: রবিবার ইউপিএসসির প্রিলি পরীক্ষা, সকাল থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বরে চলবে মেট্রো
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেট্রো চালু হলে ভীড়ের আশঙ্কা, হাওড়ার মঙ্গলাহাট শনি ও রবিবার সরানোর প্রস্তাব পুরসভার

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, শনিবার

আইভি আদক, হাওড়া:  সোম এবং মঙ্গলবার মঙ্গলাহাটের বদলে প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার এই হাট বসার প্রস্তাব হাওড়া পুরসভার তরফ থেকে দেওয়া হলো হাট ব্যবসায়ীদের কাছে। কারণ ময়দানে মেট্রো চালু হলে যানজটের সৃষ্টি হবে। সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, মঙ্গলাহাট যেখানে বসে সেই এলাকা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে স্কুল, কলেজ, হাসপাতাল, পুরসভা থেকে শুরু করে জেলা প্রশাসনের সমস্ত সদর দপ্তর রয়েছে। সুতরাং এমনিতেই এখানে মানুষের সমাগম বেশি। এর সঙ্গে যদি আর কয়েক মাসের মধ্যে মেট্রো রেল পরিষেবা হাওড়া ময়দান থেকে চালু হয় তাহলে মানুষের চাপ আরো বাড়বে।

সেই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে হাটের ব্যবসায়ীদের কাছে প্রস্তাব দিয়েছি যাতে তারা সপ্তাহের প্রথম দুটো দিন অর্থাৎ সোম এবং মঙ্গলবার এর পরিবর্তে সপ্তাহের শেষ দুটো দিন শনি ও রবি যাতে হাট নিয়ে এখানে বসেন। কারণ শনি ও রবি বেশিরভাগ অফিস ছুটি থাকে। সেই প্রস্তাব আমরা প্রাথমিকভাবে তাদের কাছে রেখেছি। তারাও এই বিষয়ে আলোচনা করবেন। সকলের মিলিত সিদ্ধান্তেই এই নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। একতরফাভাবে কোনওরকম সিদ্ধান্ত নেওয়া হবেনা। সোম এবং মঙ্গলবার যেহেতু সপ্তাহের প্রথম দিন মেট্রো রেল চালু হলে প্রচুর মানুষের ভিড় হবে। মেট্রো রেল চালু হলে সে ক্ষেত্রে হাট ব্যবসায়ীদেরও ব্যবসার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হবে। তাদের গাড়িতে করে হাটের জিনিসপত্র আসে। সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই সোম এবং মঙ্গলবার হাট বসলে সবার ক্ষেত্রেই অসুবিধা হবে। সবার দিকটা দেখেই তাদের আমরা প্রস্তাব দিয়েছি। যাতে তারা সোম এবং মঙ্গলবার এর পরিবর্তে শনি এবং রবি এই দুদিন হাট নিয়ে বসেন।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

আরও পড়ুন: রবিবার ইউপিএসসির প্রিলি পরীক্ষা, সকাল থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বরে চলবে মেট্রো