০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাঙ্কে হানা সশস্ত্র ডাকাত দলের, প্ল্যায়ার্স হাতে ডাকাতি রুখলেন মহিলা ব্যাঙ্ক ম্যানেজার, ভাইরাল ভিডিও

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার
  • / 43

পুবের কলম, ওয়েবডেস্ক:  ডাকাতি রুখে দিল মহিলা ব্যাঙ্ক ম্যানেজার। রাজস্থানের একটি ব্যাঙ্কে হানা দেয় সশস্ত্র ডাকাতের একটি দল। মুখ কালো কাপড় দিয়ে ঢেকে হাতে ধারালো ছুরি নিয়ে তারা ব্যাঙ্কে হানা দেয়। সেই সময় ব্যাঙ্কে ছিল ৩০ লক্ষ টাকা। কিন্তু ঠিক সামনেই ডাকাতের সামনে বাধা হয়ে দাঁড়ালেন স্বয়ং ম্যানেজার। হাতে একটি প্ল্যায়ার্স নিয়ে রুখে দাঁড়ান তিনি। তার সাহসের সামনে রীতিমতো হতভম্ব হয়ে পড়ে ডাকাল দল। পরে ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে অন্যান্য কর্মীরাও রুখে দাঁড়ান। ব্যাঙ্ক ম্যানেজারের সেই সাহসী পদক্ষেপে পিছ হটতে বাধ্য হয় ডাকাত দল। শনিবার রাজস্থানের শ্রী গঙ্গানগরে মারুধারা  গ্রামীণ ব্যাঙ্কে ডাকাতের ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: ৪০০ গাড়ির কনভয় নিয়ে হাতের ‘হাত’ ধরলেন বিজেপি নেতা  

নিজের জীবনের পরোয়া না করে, গ্রাহকদের আমানত রক্ষা করেছেন ব্যাঙ্কটির  ব্রাঞ্চ ম্যানেজার পুনম গুপ্তা। ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে।

ওই ভিডিয়ো ক্লিপে দেখা  গিয়েছে,  ওই ডাকাত একটি ব্যাগ নিয়ে ব্যাঙ্কে ঢোকে। মুখ মুখোশ দিয়ে ঢাকা ছিল। ব্যাগ রেখে  ছুরি নিয়ে ব্যাঙ্কের প্রবেশ করে তারা। আরেকটি ভিডিয়ো ক্লিপে দেখা যায়, ব্যাঙ্কের ভিতরে ওই  ডাকাতকে ব্যাঙ্কের কর্মীদের হুমকি দিতে দেখা গিয়েছে। পুলিশের দাবি,  তার নাম লাভিশ অরোরা। একজন কর্মচারীকে তার ব্যাগে অর্থ ভরে দিতে বাধ্য করছিল লাভিশ। আর এটা করতে গিয়েই তার পকেট থেকে পড়ে গিয়েছিল একটি প্লায়ার্স।

ব্যাঙ্কের বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনেই কেবিন থেকে বাইরে বেরিয়ে আসেন ব্র্যাঞ্চ ম্যানেজার পুনম গুপ্তা। সেই সুযোগ বুঝেই উপস্থিত বুদ্ধি আর সাহসিকতা দিয়ে লাভিশের ব্যাগ থেকে পড়ে যাওয়া প্লায়ার্সটি তুলে নেন পুনম। এর সেই প্ল্যায়ার্স নিয়ে পুনম ডাকাতদের দিকে তেড়ে যান। ডাকাতদল পালাতেই ব্যাঙ্কের মূল দরজা বন্ধ করে দেওয়া হয়।

পুলিশের অনুমান, ডাকাত দল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের লোকজন। ধারালো ছুরি নিয়ে যে ব্যাঙ্কে হানা দিয়েছিল তাকে আটক করেছে জওহর নগর পুলিশ। নাম লাভিশ অরোরা। শ্রীগঙ্গানগরের দাবদা কলোনীর বাসিন্দা। লাভিশ অরোরার অপরাধের অতীত রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে  পুলিশকে তাদের রিপোর্ট জমা দিয়েছে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষও।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্যাঙ্কে হানা সশস্ত্র ডাকাত দলের, প্ল্যায়ার্স হাতে ডাকাতি রুখলেন মহিলা ব্যাঙ্ক ম্যানেজার, ভাইরাল ভিডিও

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ডাকাতি রুখে দিল মহিলা ব্যাঙ্ক ম্যানেজার। রাজস্থানের একটি ব্যাঙ্কে হানা দেয় সশস্ত্র ডাকাতের একটি দল। মুখ কালো কাপড় দিয়ে ঢেকে হাতে ধারালো ছুরি নিয়ে তারা ব্যাঙ্কে হানা দেয়। সেই সময় ব্যাঙ্কে ছিল ৩০ লক্ষ টাকা। কিন্তু ঠিক সামনেই ডাকাতের সামনে বাধা হয়ে দাঁড়ালেন স্বয়ং ম্যানেজার। হাতে একটি প্ল্যায়ার্স নিয়ে রুখে দাঁড়ান তিনি। তার সাহসের সামনে রীতিমতো হতভম্ব হয়ে পড়ে ডাকাল দল। পরে ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে অন্যান্য কর্মীরাও রুখে দাঁড়ান। ব্যাঙ্ক ম্যানেজারের সেই সাহসী পদক্ষেপে পিছ হটতে বাধ্য হয় ডাকাত দল। শনিবার রাজস্থানের শ্রী গঙ্গানগরে মারুধারা  গ্রামীণ ব্যাঙ্কে ডাকাতের ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: ৪০০ গাড়ির কনভয় নিয়ে হাতের ‘হাত’ ধরলেন বিজেপি নেতা  

নিজের জীবনের পরোয়া না করে, গ্রাহকদের আমানত রক্ষা করেছেন ব্যাঙ্কটির  ব্রাঞ্চ ম্যানেজার পুনম গুপ্তা। ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে।

ওই ভিডিয়ো ক্লিপে দেখা  গিয়েছে,  ওই ডাকাত একটি ব্যাগ নিয়ে ব্যাঙ্কে ঢোকে। মুখ মুখোশ দিয়ে ঢাকা ছিল। ব্যাগ রেখে  ছুরি নিয়ে ব্যাঙ্কের প্রবেশ করে তারা। আরেকটি ভিডিয়ো ক্লিপে দেখা যায়, ব্যাঙ্কের ভিতরে ওই  ডাকাতকে ব্যাঙ্কের কর্মীদের হুমকি দিতে দেখা গিয়েছে। পুলিশের দাবি,  তার নাম লাভিশ অরোরা। একজন কর্মচারীকে তার ব্যাগে অর্থ ভরে দিতে বাধ্য করছিল লাভিশ। আর এটা করতে গিয়েই তার পকেট থেকে পড়ে গিয়েছিল একটি প্লায়ার্স।

ব্যাঙ্কের বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনেই কেবিন থেকে বাইরে বেরিয়ে আসেন ব্র্যাঞ্চ ম্যানেজার পুনম গুপ্তা। সেই সুযোগ বুঝেই উপস্থিত বুদ্ধি আর সাহসিকতা দিয়ে লাভিশের ব্যাগ থেকে পড়ে যাওয়া প্লায়ার্সটি তুলে নেন পুনম। এর সেই প্ল্যায়ার্স নিয়ে পুনম ডাকাতদের দিকে তেড়ে যান। ডাকাতদল পালাতেই ব্যাঙ্কের মূল দরজা বন্ধ করে দেওয়া হয়।

পুলিশের অনুমান, ডাকাত দল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের লোকজন। ধারালো ছুরি নিয়ে যে ব্যাঙ্কে হানা দিয়েছিল তাকে আটক করেছে জওহর নগর পুলিশ। নাম লাভিশ অরোরা। শ্রীগঙ্গানগরের দাবদা কলোনীর বাসিন্দা। লাভিশ অরোরার অপরাধের অতীত রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে  পুলিশকে তাদের রিপোর্ট জমা দিয়েছে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষও।