বিয়ের মণ্ডপে লড়াই, কনে মারছে বরকে! দেখুন সেই ভাইরাল ভিডিও

- আপডেট : ১০ অগাস্ট ২০২২, বুধবার
- / 25
পুবের কলম, ওয়েবডেস্ক: রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ, পাড়ায় একে অপরের উপর আছড়ে পড়ে মারপিটের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু মারপিট তাও আবার বিয়ের মণ্ডপে! আর লড়াইটা হচ্ছে বর আর কনের মধ্যে! বিয়ের মণ্ডপে এই রকমই একটি ঘটনা ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, বিয়ের মণ্ডপে বসে বর আর কনের মধ্যে হাতাহাতির ঘটনা।
প্রত্যেক জাতি, প্রদেশে আলাদা আলাদা আচার থাকে। সেই রকমই একটি আচার আছে নেপালে। যেখানে বিয়ের মণ্ডপে প্লেট থেকে কে খাবার আগে খাবে তা নিয়ে বর ও কনেকে একে অপরকে মারতে দেখা দেয়।
View this post on Instagram
হঠাৎ করে এই ঘটনায় বিয়ে বাড়িতে আসা মানুষ হতবাক হয়ে গেলেও পরে জানা যায় এটি বিয়ের আচার। তবে এই ঘটনা ফেসবুক থেকে ইস্টা সবেতেই ভাইরাল হয়ে গিয়েছে। স্বল্প সময়ের সেই ভিডিওতে দেখা গেছে, মণ্ডপে সুজজ্জিত অবস্থায় বসে আছে বর ও কনে। তার পরে একে অপরকে ধরে মারছে দুজন দুজনকে। পরে জানা যায়, এটি একটি আচার। কে আগে কাকে খাওয়াতে পারে সেই নিয়ে চলছে মারপিট। আর এটিই নেপালের আচার বা রিচুয়্যাল। সদ্য বিয়ে হওয়া দম্পতির মধ্যে ‘কৌতুকপূর্ণ লড়াই’।
সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি প্লেট থেকে কে আগে খাবার খাবে সে নিয়ে বর, কনে একের অপরকে ঠেলছে, ধাক্কাধাক্কি করে একটি প্লেট থেকে খাবার তুলে খাওয়ার চেষ্টা করছে। কিন্তু সেই কৌতুকপূর্ণ মারপিট বেশ জোরাল আকার নেয়। মারতে মারতে কনে বরের গায়ে পড়ে যায়। সোশ্যাল মিডিয়ার এই ভিডিও’তে লাইক দিয়েছে ৭০ হাজার মানুষ। নেটিজেনরা বিভিন্ন ধরনের কমেন্ট করছেন।
সোশ্যাল মিডিয়ায় একজন কমেন্টে লিখেছেন, ‘পৃথিবীতে কি ধরনের ঘটনা ঘটছে। এটাকে আচার না বলে বর-কনের মধ্যে এটিকে প্রতিযোগিতা বলাই ভালো।’ অপর একজন মজা করে লিখেছে, ‘হোটেলে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে পারত।’ আরেকজন লিখেছেন, এটি জীবনে পরস্পরের প্রতি প্রতিশ্রুতি থাকার একটি উপায়।