০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে রেকর্ড অর্থে সউদির ক্লাবে যোগ দিলেন রোনাল্ডো

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 40

পুবের কলম ওয়েব ডেস্ক : কাতার বিশ্বকাপ চলাকালীন সময়ে নিজের পুরানো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে বিদায় জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে তখনই সউদির প্রথমসারির ক্লাব আল-নাসের এফসিতে তার যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। মধ্যিখানে শোনা যায়, তিনি চেলসি কিংবা জুভেন্টাসে যোগ দিতে পারেন।

 

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল

অবশেষে যাবতীয় সম্ভাবনাকে ভুল প্রমাণ করে আগের মতো সউদির ক্লাব আল নাসরে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।  জানা গিয়েছে, রেকর্ড বাৎসরিক ৭৫ মিলিয়ন ডলারের চুক্তিতে নতুন ক্লাবের সঙ্গে চুক্তি। এশিয়ার  এই ক্লাবটির সঙ্গে দু’বছরের চুক্তি করেছেন সিআরসেভেন। এর ফলে আগামী ২০২৫ সালের গ্রীষ্ম মরশুম পর্যন্ত রোনাল্ডো খেলবেন আল নাসরের জার্সি পরে।

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

 

আরও পড়ুন: ২২৫৩ কোটি টাকায় বিশ্বের সবচেয়ে দামী রোনাল্ডো

নতুন ক্লাবে যোগ দিয়ে রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘আমি একটি ভিন্ন দেশে একটি নতুন ফুটবল লিগ উপভোগ করতে পেরে রোমাঞ্চিত। আল-নাসর সউদির ছেলে এবং মেয়েদের ফুটবলের জন্য যে উন্নয়ন করছে, সেই দৃষ্টিভঙ্গি খুবই অনুপ্রেরণাদায়ক। কাতার বিশ্বকাপে সউদি আরবের সাম্প্রতিক পারফরম্যান্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি বড় ফুটবল উচ্চাকাঙ্ক্ষা এবং সম্ভাবনার দেশ। আমি সত্যি সৌভাগ্যবান যে, ইউরোপীয় ফুটবলে জেতার যে লক্ষ্য স্থির করেছিলাম, তার সবই জিতেছি। এখন অনুভব করছি যে এশিয়াতে আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার এটাই সঠিক মুহূর্ত।’

 

রোনাল্ডোর আরও সংযোজন, ‘ আমি নতুন ক্লাবে নতুন সতীর্থদের সঙ্গে মাঠে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছি।তাদের সঙ্গে মিলে ক্লাবকে সাহায্যের জন্য অপেক্ষা করছি। আমি জানি, আমরা সবাই মিলে এই ক্লাবকে সেরার সেরাতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাব।’ আল-নাসর ক্লাব জানিয়েছে, ‘ইতিহাস সৃষ্টি হতে চলেছে। রোনাল্ডোর সঙ্গে আমাদের এটি এমন এক চুক্তি স্বাক্ষর, যা শুধুমাত্র আমাদের ক্লাবকে  বেশি সাফল্য অর্জন করতে অনুপ্রাণিত করবে না, বরং আমাদের লিগ, জাতি এবং ভবিষ্যত প্রজন্মের ছেলে-মেয়েদের নিজেদের সেরা সংস্করণ হতে অনুপ্রাণিত করবে।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবশেষে রেকর্ড অর্থে সউদির ক্লাবে যোগ দিলেন রোনাল্ডো

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক : কাতার বিশ্বকাপ চলাকালীন সময়ে নিজের পুরানো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে বিদায় জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে তখনই সউদির প্রথমসারির ক্লাব আল-নাসের এফসিতে তার যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। মধ্যিখানে শোনা যায়, তিনি চেলসি কিংবা জুভেন্টাসে যোগ দিতে পারেন।

 

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল

অবশেষে যাবতীয় সম্ভাবনাকে ভুল প্রমাণ করে আগের মতো সউদির ক্লাব আল নাসরে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।  জানা গিয়েছে, রেকর্ড বাৎসরিক ৭৫ মিলিয়ন ডলারের চুক্তিতে নতুন ক্লাবের সঙ্গে চুক্তি। এশিয়ার  এই ক্লাবটির সঙ্গে দু’বছরের চুক্তি করেছেন সিআরসেভেন। এর ফলে আগামী ২০২৫ সালের গ্রীষ্ম মরশুম পর্যন্ত রোনাল্ডো খেলবেন আল নাসরের জার্সি পরে।

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

 

আরও পড়ুন: ২২৫৩ কোটি টাকায় বিশ্বের সবচেয়ে দামী রোনাল্ডো

নতুন ক্লাবে যোগ দিয়ে রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘আমি একটি ভিন্ন দেশে একটি নতুন ফুটবল লিগ উপভোগ করতে পেরে রোমাঞ্চিত। আল-নাসর সউদির ছেলে এবং মেয়েদের ফুটবলের জন্য যে উন্নয়ন করছে, সেই দৃষ্টিভঙ্গি খুবই অনুপ্রেরণাদায়ক। কাতার বিশ্বকাপে সউদি আরবের সাম্প্রতিক পারফরম্যান্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি বড় ফুটবল উচ্চাকাঙ্ক্ষা এবং সম্ভাবনার দেশ। আমি সত্যি সৌভাগ্যবান যে, ইউরোপীয় ফুটবলে জেতার যে লক্ষ্য স্থির করেছিলাম, তার সবই জিতেছি। এখন অনুভব করছি যে এশিয়াতে আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার এটাই সঠিক মুহূর্ত।’

 

রোনাল্ডোর আরও সংযোজন, ‘ আমি নতুন ক্লাবে নতুন সতীর্থদের সঙ্গে মাঠে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছি।তাদের সঙ্গে মিলে ক্লাবকে সাহায্যের জন্য অপেক্ষা করছি। আমি জানি, আমরা সবাই মিলে এই ক্লাবকে সেরার সেরাতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাব।’ আল-নাসর ক্লাব জানিয়েছে, ‘ইতিহাস সৃষ্টি হতে চলেছে। রোনাল্ডোর সঙ্গে আমাদের এটি এমন এক চুক্তি স্বাক্ষর, যা শুধুমাত্র আমাদের ক্লাবকে  বেশি সাফল্য অর্জন করতে অনুপ্রাণিত করবে না, বরং আমাদের লিগ, জাতি এবং ভবিষ্যত প্রজন্মের ছেলে-মেয়েদের নিজেদের সেরা সংস্করণ হতে অনুপ্রাণিত করবে।’