০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে কাটল জট, পুরসভার শর্ত মেনেই পুজো মহম্মদ আলি পার্কে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার
  • / 87

পুবের কলম প্রতিবেদক: দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে কাটল জট। মহম্মদ আলি পার্কেই হচ্ছে পুজো। কলকাতা পুরসভার শর্ত মেনেই মণ্ডপ করায় সম্মতি জানিয়েছে মহম্মদ আলি পার্কের পুজো কমিটি। বুধবার পুর ভবনে এসে, কলকাতা পুরসভার ডিরেক্টর জেনারেল মৈনাক মুখোপাধ্যায়কে লিখিত আকারে সম্মতির কথা জানান স্থানীয় ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ৫ নম্বর বরো চেয়ারপার্সন রেহানা খাতুন এবং কমিটির জয়েন্ট সেক্রেটারি অশোক ওঝা।

কলকাতা পুরসভার শর্ত অনুযায়ী, কোনওভাবেই জলাধারের ওপর মণ্ডপ তৈরি করা যাবে না। ইতিমধ্যে যে মণ্ডপটি তৈরি করা হয়েছে তা খুলে ফেলতে হবে।

আরও পড়ুন: পুজোর  আগে হকারদের পাশে মমতা, ৩ দফায় মিলবে ৮০ হাজার টাকা

পার্কের যে অংশে শক্ত মাটি, এক মাত্র সেই অংশেই মণ্ডপ তৈরি করা যাবে। সেক্ষেত্রে চিত্তরঞ্জন হাসপাতালের দিক থেকে পার্কের যে অংশে জলাধার নেই,  সেখান থেকে ১০ ফুট এবং পাঁচিলের দিক থেকে ৫ ফুট মিলিয়ে মোট ১৫ ফুট লম্বা এবং ৪০ ফুট চওড়া মণ্ডপ করতে করা যাবে। এমনভাবে মণ্ডপ তৈরি করতে হবে,  যাতে দর্শকরা বাইরে থেকে প্রতিমা দর্শন করতে পারেন। জলাধারের ওপর কোনওভাবেই যাতে দর্শনার্থীরা যেতে না পারে তা নিশ্চিত করতে হবে পুজো উদ্যোক্তাদের।

আরও পড়ুন: পুজোর আগেই চলবে মাঝেরহাট মেট্রো

এই প্রসঙ্গে পুজো কমিটির যুগ্ম সম্পাদক অশোক ওঝা বলেন, বিপজ্জনক স্থানে পুজো মণ্ডপ করায় যাতে সাধারণ মানুষকে কোনওরকমের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে না হয়, তার জন্য তাঁরা পুরসভার সঙ্গে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। পুরসভার প্রস্তাব মেনেই পুজোর আয়োজন হবে।

আরও পড়ুন: Breaking: নববর্ষের প্রাক্কালে কালীঘাটে পুজো দিলেন মমতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবশেষে কাটল জট, পুরসভার শর্ত মেনেই পুজো মহম্মদ আলি পার্কে

আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক: দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে কাটল জট। মহম্মদ আলি পার্কেই হচ্ছে পুজো। কলকাতা পুরসভার শর্ত মেনেই মণ্ডপ করায় সম্মতি জানিয়েছে মহম্মদ আলি পার্কের পুজো কমিটি। বুধবার পুর ভবনে এসে, কলকাতা পুরসভার ডিরেক্টর জেনারেল মৈনাক মুখোপাধ্যায়কে লিখিত আকারে সম্মতির কথা জানান স্থানীয় ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ৫ নম্বর বরো চেয়ারপার্সন রেহানা খাতুন এবং কমিটির জয়েন্ট সেক্রেটারি অশোক ওঝা।

কলকাতা পুরসভার শর্ত অনুযায়ী, কোনওভাবেই জলাধারের ওপর মণ্ডপ তৈরি করা যাবে না। ইতিমধ্যে যে মণ্ডপটি তৈরি করা হয়েছে তা খুলে ফেলতে হবে।

আরও পড়ুন: পুজোর  আগে হকারদের পাশে মমতা, ৩ দফায় মিলবে ৮০ হাজার টাকা

পার্কের যে অংশে শক্ত মাটি, এক মাত্র সেই অংশেই মণ্ডপ তৈরি করা যাবে। সেক্ষেত্রে চিত্তরঞ্জন হাসপাতালের দিক থেকে পার্কের যে অংশে জলাধার নেই,  সেখান থেকে ১০ ফুট এবং পাঁচিলের দিক থেকে ৫ ফুট মিলিয়ে মোট ১৫ ফুট লম্বা এবং ৪০ ফুট চওড়া মণ্ডপ করতে করা যাবে। এমনভাবে মণ্ডপ তৈরি করতে হবে,  যাতে দর্শকরা বাইরে থেকে প্রতিমা দর্শন করতে পারেন। জলাধারের ওপর কোনওভাবেই যাতে দর্শনার্থীরা যেতে না পারে তা নিশ্চিত করতে হবে পুজো উদ্যোক্তাদের।

আরও পড়ুন: পুজোর আগেই চলবে মাঝেরহাট মেট্রো

এই প্রসঙ্গে পুজো কমিটির যুগ্ম সম্পাদক অশোক ওঝা বলেন, বিপজ্জনক স্থানে পুজো মণ্ডপ করায় যাতে সাধারণ মানুষকে কোনওরকমের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে না হয়, তার জন্য তাঁরা পুরসভার সঙ্গে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। পুরসভার প্রস্তাব মেনেই পুজোর আয়োজন হবে।

আরও পড়ুন: Breaking: নববর্ষের প্রাক্কালে কালীঘাটে পুজো দিলেন মমতা