পুবের কলম, ওয়েবডেস্ক: মোদি পদবি বিতর্কের জেরে চরম বিতর্কের মুখে পড়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। আদালত পর্যন্ত এই মামলা গড়ায়। কেড়ে নেওয়া হয় তাঁর সাংসদ পদ। এবার রাহল গান্ধির বিরুদ্ধে অবমাননাকর ট্যুইটের জেরে অভিযোগ দায়ের হল বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে। কর্নাটকের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা রমেশবাবু এই বিষয়ে অভিযোগ জানান। এফআইআর দায়ের করা হয়েছে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায়। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১২০বি, ৫০৫(২) ও ৩৪ নং ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, গত ১৭ জুন অমিত মালব্য কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে কটাক্ষ করে একটি ভিডিও ট্যুইট করেন। সেখানে তিনি রাহুল গান্ধির আমেরিকা সফর নিয়ে কটাক্ষ করে বলেন, ‘রাহুল গান্ধি অত্যন্ত বিপজ্জনক এবং তিনি একটি প্রতারণামূলক খেলা খেলছেন। বিদেশে গিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অপপ্রচার করা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অপমান করার কোনও সুযোগ হাতছাড়া করছেন না।”
এই এফআইআর-কে কংগ্রেস সরকারের প্রতিহিংসামূলক আচরণ বলে দাবি করেছে বিজেপি। দক্ষিণ কর্নাটকের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য জানিয়েছেন, “কংগ্রেসের করা এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর বিচারের জন্য আদালতে যাব।”
ট্যুইট করে তিনি জানিয়েছেন, ” অমিত মালব্যের বিরুদ্ধে করা ওই এফআইআর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাহুল গান্ধির বিরুদ্ধে তাঁর করা মন্তব্যের সাপেক্ষে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ও ৫০৫(২) ধারায় মামলা করা হয়েছে। এই দুই ধারায় মামলা করা হয় দুটি দলের মধ্যে শত্রুতাকে উস্কানি দেওয়ার অভিযোগে। তাহলে রাহুল গান্ধি কে? একজন ব্যক্তি? না কোনও দল? না কোনও গ্রুপ? আমরা এর বিরুদ্ধে আদালতে যাব এবং বিচার নিশ্চিত করব।”
এই প্রসঙ্গে সদ্য গঠিত কর্নাটক মন্ত্রিসভার সদস্য প্রিয়াঙ্ক খাড়গে জানিয়েছেন, আইনি পরামর্শ নিয়েই এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর বক্তব্য, “যখনই আইনশৃঙ্খলার সম্মুখীন হওয়ার দরকার হয়, তখনই বিজেপি কান্নাকাটি করে। দেশের আইনশৃঙ্খলা মেনে চলার সময়েই শুধু সমস্যা হয় বিজেপির। ওই দলের কাছে আমি জানতে চাই, ওই মামলার কোন অংশটি অসৎ উদ্দেশ্য নিয়ে দায়ের করা হয়েছে? আইনি পরামর্শ নিয়েই আমরা মামলা দায়ের করেছি এবং যদি ওদের মনে হয় যে এটা ভুল, তাহলে আইনি পথে আমাদের সঙ্গে লড়াই করুক।”




























