১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শচীন তেণ্ডুলকলকরের ডিপ ফেক ভিডিয়ো, গেমিং সাইটের বিরুদ্ধে মামলা দায়ের

সামিমা এহসানা
  • আপডেট : ১৮ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
  • / 16

পুবের কলম ওয়েব ডেস্ক: ‘অনলাইন গেমিং অ্যাপ এ খেলে আমার মেয়ে সারা তেণ্ডুলকর দিনে ১৮০ হাজার টাকা উপার্জন করে।’ একটি ভিডিয়োতে বলতে শোনা যাচ্ছিল ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন মহাতারকা শচীন তেণ্ডুলকরকে। কিন্তু সেটা আদৌ শচীন নন। তার ছবি, বডি ল্যাংগুয়েজ আর আওয়াজ নকল করে ডিপফেক ভিডিয়ো তৈরি করে ‘স্কাইওয়ার্ড অ্যাভিয়েটর কোয়েস্ট’ নামে একটি অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপন করা হচ্ছিল। ভিডিয়োটি শচীনের চোখে পড়ার পর তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট করেন এবং সকলকে সচেতন করেন। এই মামলায় এবার এফআইআর দায়ের করলেন শচীন। বৃহস্পতিবার তাঁর পিএ ওয়েস্ট রিজিয়ন সাইবার পুলিশ স্টেশনে মামলা দায়ের করেন।

ওই গেমিং অ্যাপ ও একটি ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত এক বছরে শচীন সহ অনেকেই ডিপ ফেকের শিকার হয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শচীন তেণ্ডুলকলকরের ডিপ ফেক ভিডিয়ো, গেমিং সাইটের বিরুদ্ধে মামলা দায়ের

আপডেট : ১৮ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ‘অনলাইন গেমিং অ্যাপ এ খেলে আমার মেয়ে সারা তেণ্ডুলকর দিনে ১৮০ হাজার টাকা উপার্জন করে।’ একটি ভিডিয়োতে বলতে শোনা যাচ্ছিল ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন মহাতারকা শচীন তেণ্ডুলকরকে। কিন্তু সেটা আদৌ শচীন নন। তার ছবি, বডি ল্যাংগুয়েজ আর আওয়াজ নকল করে ডিপফেক ভিডিয়ো তৈরি করে ‘স্কাইওয়ার্ড অ্যাভিয়েটর কোয়েস্ট’ নামে একটি অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপন করা হচ্ছিল। ভিডিয়োটি শচীনের চোখে পড়ার পর তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট করেন এবং সকলকে সচেতন করেন। এই মামলায় এবার এফআইআর দায়ের করলেন শচীন। বৃহস্পতিবার তাঁর পিএ ওয়েস্ট রিজিয়ন সাইবার পুলিশ স্টেশনে মামলা দায়ের করেন।

ওই গেমিং অ্যাপ ও একটি ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত এক বছরে শচীন সহ অনেকেই ডিপ ফেকের শিকার হয়েছেন।