কেরলে প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন করায় ছাত্রী সংগঠন জিআইও নেত্রীদের বিরুদ্ধে এফআইআর পুলিশের

- আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
- / 245
পুবের কলম ওয়েবডেস্ক : কেরলের কন্নুর জেলায় প্যালেস্টাইনের পক্ষে বিক্ষোভ ঘিরে বিতর্ক ছড়াল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) গার্লস ইসলামিক অর্গানাইজেশন (GIO)-এর সাধারণ সম্পাদক আফরা শিহাবসহ ৩০ জন সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পাজায়ান্দি থানার পুলিশ। অভিযোগ, মাদায়িপাড়া এলাকায় অনুমতি ছাড়াই পতাকা-ব্যানার নিয়ে প্রো-প্যালেস্টাইন স্লোগান তোলা হয় এবং তা “অবৈধ সংগঠন” হিসেবে চিহ্নিত কার্যকলাপ।
এ ঘটনায় কেরল সরকার ও মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ করেছে সংগঠনটি। সমালোচকরা বলছেন, যাঁরা আগে প্রকাশ্যে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছিলেন, তাঁরাই এখন সমর্থকদের বিরুদ্ধে মামলা করছেন। সাবেক GIO সভাপতি আফিদা আহমেদ ফেসবুকে লিখেছেন, “একই সরকার একদিকে প্যালেস্টাইনের সমর্থনে মঞ্চে স্কার্ফ পরে দাঁড়ায়, আবার অন্যদিকে স্লোগান দেওয়া ছাত্রীদের বিরুদ্ধে মামলা করে। এটাই রাজনৈতিক ভণ্ডামি।”