প্রদর্শনে নিষেধাজ্ঞা চেয়ে, হিন্দি ছবি ‘৭২ হুরাইন’-এর বিরুদ্ধে এফআইআর

- আপডেট : ৬ জুলাই ২০২৩, বৃহস্পতিবার
- / 15
পুবের কলম, ওয়েবডস্ক: হিন্দি ছবি ‘৭২ হুরাইন’-এর নির্মাতাদের বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের হল। পুলিশ জানিয়েছে, তাদের কাছে অভিযোগ এসেছে, কিন্তু এখনও এফআইআর নথিভুক্ত হয়নি। মুম্বইভিত্তিক এক সমাজকর্মী হিন্দি সিনেমা ‘৭২ হুরাইন’-এর নামে অভিযোগ দায়ের করেছেন। একটি সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা সহ দেশকে বিভক্ত করার চেষ্টার অভিযোগ আনেন ওই সমাজকর্মী। মুম্বইয়ের শহরতলির গোরেগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
তার আইনজীবী আলী কাশিফ খান জানিয়েছেন, সিনেমাটির প্রদর্শনে নিষেধাজ্ঞা চেয়ে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) কাছে একটি পৃথক অভিযোগ জমা দিয়েছেন আবেদনকারি। সঞ্জয় পুরান সিং চৌহান পরিচালিত সিনেমা হিন্দি ছবি ‘৭২ হুরাইন’ আগামী ৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।