৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টালিগঞ্জের স্টুডিওতে আগুন

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ মার্চ ২০২৩, রবিবার
  • / 69

পুবের কলম প্রতিবেদকঃ আগুনের গ্রাসে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওর একাংশ। রবিবার সকালে পাঁচটা নাগাদ আচমকাই স্টুডিওর একাংশে আগুন ধরে যায়। দমকলে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবু শেষরক্ষা হয়নি। কার্যত ছাই হয়ে গিয়েছে  স্টুডিওর স্টোর রুম। কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আশপাশের পরিবারের বৃদ্ধ-বৃদ্ধারা। তাঁদের বাড়ি থেকে বের করে আনা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল পাঁচটা নাগাদ আচমকা স্টুডিওর একাংশ থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখেন তাঁরা। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেননি। কিন্তু কোনও লাভ হয়নি। দমকলের ৩টি ইঞ্জিন দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আপাতত পকেট ফায়ার নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। ততক্ষণে অবশ্য স্টুডিওর একাংশ ছাই হয়ে গিয়েছে। স্টুডিওর স্টোররুমে শুটিংয়ের বহু জিনিস মজুত থাকে। যার অধিকাংশ দাহ্য পদার্থ। ফলে আশপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। সেই বিপদ অবশ্য় এড়ানো গিয়েছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

রবিবারে ছুটির দিনে বিপত্তি। এদিন ভোরে টালিগঞ্জে একটি স্টুডিওতে আগুন লাগে। আর সেই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। ওই স্টুডিওতে আজ, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে। মুহূর্তে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৩টি ইঞ্জিন। ওই স্টুডিওর চারপাশ ঘনবসতিপূর্ণ হওয়ায় তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করে দমকল। মাত্র কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের তরফে জানানো হয়েছে, ওই স্টুডিওর একটি ফ্লোর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

সেই ফ্লোরের সামনেই রান্নাঘর ছিল। সেখান থেকেই কোনও ভাবেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। হতাহতের কোনও খবর নেই। এই আগুন লাগার ঘটনায় স্টুডিওর অধিকর্তা সৌগত নন্দী জানিয়েছেন, ওই জায়গায় কোনও ফ্লোর ছিল না। তাই ফ্লোরের কোনও ক্ষতি হয়নি। তবে ক্যান্টিন ও গোডাউনের ক্ষতি হয়েছে। তিনি এও জানিয়েছেন, হতাহতের কোনও খবর নেই। এই আগুন লাগার ফলে শ্যুটিংয়ে কোনও অসুবিধা হয়নি। ইতিমধ্যে শ্যুটিং শুরু হয়ে গিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টালিগঞ্জের স্টুডিওতে আগুন

আপডেট : ১৯ মার্চ ২০২৩, রবিবার

পুবের কলম প্রতিবেদকঃ আগুনের গ্রাসে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওর একাংশ। রবিবার সকালে পাঁচটা নাগাদ আচমকাই স্টুডিওর একাংশে আগুন ধরে যায়। দমকলে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবু শেষরক্ষা হয়নি। কার্যত ছাই হয়ে গিয়েছে  স্টুডিওর স্টোর রুম। কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আশপাশের পরিবারের বৃদ্ধ-বৃদ্ধারা। তাঁদের বাড়ি থেকে বের করে আনা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল পাঁচটা নাগাদ আচমকা স্টুডিওর একাংশ থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখেন তাঁরা। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেননি। কিন্তু কোনও লাভ হয়নি। দমকলের ৩টি ইঞ্জিন দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আপাতত পকেট ফায়ার নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। ততক্ষণে অবশ্য স্টুডিওর একাংশ ছাই হয়ে গিয়েছে। স্টুডিওর স্টোররুমে শুটিংয়ের বহু জিনিস মজুত থাকে। যার অধিকাংশ দাহ্য পদার্থ। ফলে আশপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। সেই বিপদ অবশ্য় এড়ানো গিয়েছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

রবিবারে ছুটির দিনে বিপত্তি। এদিন ভোরে টালিগঞ্জে একটি স্টুডিওতে আগুন লাগে। আর সেই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। ওই স্টুডিওতে আজ, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে। মুহূর্তে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৩টি ইঞ্জিন। ওই স্টুডিওর চারপাশ ঘনবসতিপূর্ণ হওয়ায় তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করে দমকল। মাত্র কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের তরফে জানানো হয়েছে, ওই স্টুডিওর একটি ফ্লোর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

সেই ফ্লোরের সামনেই রান্নাঘর ছিল। সেখান থেকেই কোনও ভাবেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। হতাহতের কোনও খবর নেই। এই আগুন লাগার ঘটনায় স্টুডিওর অধিকর্তা সৌগত নন্দী জানিয়েছেন, ওই জায়গায় কোনও ফ্লোর ছিল না। তাই ফ্লোরের কোনও ক্ষতি হয়নি। তবে ক্যান্টিন ও গোডাউনের ক্ষতি হয়েছে। তিনি এও জানিয়েছেন, হতাহতের কোনও খবর নেই। এই আগুন লাগার ফলে শ্যুটিংয়ে কোনও অসুবিধা হয়নি। ইতিমধ্যে শ্যুটিং শুরু হয়ে গিয়েছে।