বারাণসীর মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত প্রধান পুরোহিত-সহ ৭

- আপডেট : ১০ অগাস্ট ২০২৫, রবিবার
- / 11
পুবের কলম,ওয়েবডেস্ক: বারাণসীর মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড। আহত প্রধান পুরোহিত-সহ ৭। আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। মন্দিরে আরতি চলাকালীন অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে বলেই জানা গেছে।
আগুন লাগার ঘটনা প্রকাশ্যে আসতেই এগিয়ে আসেন স্থানীয়রা। তাঁদের উদ্যোগেই আগুন নিয়ন্ত্রণে আসে। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ও দমকল বিভাগকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও স্থানীয় থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় কবীর চৌরাহা বিভাগীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের সকলকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁর দেহের প্রায় ৬৫ শতাংশ পুড়ে গিয়েছে।
VIDEO | Varanasi: Fire during aarti at Atma Veereshwar Temple injures seven devotees. Visuals from the spot. More details awaited.
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/BgKSAZ5nZS
— Press Trust of India (@PTI_News) August 9, 2025
সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার রাতে শ্রাবণ পূর্ণিমা উপলক্ষে বারাণসীর আত্মা বিশ্বেশ্বর মহাদেব মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানেই আরতির সময় কোনও ভাবে প্রদীপ থেকে আগুনের ফুলকি পড়ে, যা থেকেই আগুন লেগে যায় মন্দিরে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গর্ভগৃহে।