পুবের কলম, ওয়েবডেস্ক: বড়সড় নাশকতার ছক বানচাল করল জম্মু-কাশ্মীর পুলিশ। সন্ত্রাসবাদী অভিযানে মিলল বড়সড় সাফল্য। সন্ত্রাসবাদী ডেরায় হানা দিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। রবিবার ডোডায় থাথ্রি থানার আওতাধীন ভালারা বন এলাকায় তল্লাশি চালিয়ে ধ্বংস করা হয়েছে সন্ত্রাসবাদীদের ডেরা।
সূত্রের খবর, রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ডোডা-র এসএসপি সন্দীপ মেহতার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, জম্মু ও কাশ্মীর পুলিশের এসওজি দল বনাঞ্চলে একটি তল্লাশি অভিযান শুরু করে। সেই অভিযানেই সন্ত্রাসবাদীদের ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়। সেখান থেকে উদ্ধার হয় রাইফেল, দু’টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গুলি। পুলিশ জানিয়েছে, বড়সড় কোনও নাশকতার প্রস্তুতি সেখানে চলছিল। সেখান থেকে পাওয়া বিভিন্ন নথি পোস্টারের ভিত্তিতে অনুমান করা হচ্ছে, এই ডেরা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জামাত-ই-ইসলামির। ২০১৯ সালে ইউএপিএ আইনে এই গোষ্ঠীকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়।





























