০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মমতার সামনে জয় শ্রীরাম স্লোগান বিতর্কে কড়া প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার
  • / 17

পুবের কলম প্রতিবেদক: শুক্রবার ফের যেন ফিরে এলো ভিক্টোরিয়ার স্মৃতি। সেখানেও প্রধানমন্ত্রীর সামনেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। এবার হাওড়া স্টেশনে বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের সরকারি অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে উঠল জয় শ্রীরাম স্লোগান। বিজেপি কর্মীদের একাংশের মুখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া নিয়ে প্রতিবাদও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মূল মঞ্চে না উঠে প্রতিবাদ জানান তিনি। তবে রাজ্যপাল, রেলমন্ত্রী ও অন্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এখানেই শেষ নয়, বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছে না তৃণমূল। এদিন কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য, এসব করে রামকে ‘অপমান’ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সামনে ‘ছ্যাবলামি’ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ দিন প্রতিক্রিয়ায় কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, রামকে অপমান করছে। নিশ্চিতভাবে মন্দিরে, বাড়িতে পবিত্র হয়ে তাঁর নাম নেওয়া উচিত। কিন্তু উত্যক্ত করার জন্য, রেষারেষি করার জন্য, ছ্যাবলামি করার জন্য রামের নাম নেওয়া উচিত নয়।
এর পরেই ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রীর সামনে যে অসভ্যতা করেছে, তাতে যদি তৃণমূল চায়, ভরিয়ে দেবে, তাদের গলা টিপে দেবে। কিন্তু আমরা সৌজন্য দেখাচ্ছি। বিজেপি দলটা সৌজন্যের যোগ্যই নয়। মুখ্যমন্ত্রী তো নিজে হিন্দু এবং পুজো করেন। এটা নিয়ে ওনার সামনে ছ্যাবলামি করা হচ্ছে। এই করে ওনাকে অপমান করছে না, রামকে অপমান করছে।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মমতার সামনে জয় শ্রীরাম স্লোগান বিতর্কে কড়া প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: শুক্রবার ফের যেন ফিরে এলো ভিক্টোরিয়ার স্মৃতি। সেখানেও প্রধানমন্ত্রীর সামনেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। এবার হাওড়া স্টেশনে বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের সরকারি অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে উঠল জয় শ্রীরাম স্লোগান। বিজেপি কর্মীদের একাংশের মুখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া নিয়ে প্রতিবাদও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মূল মঞ্চে না উঠে প্রতিবাদ জানান তিনি। তবে রাজ্যপাল, রেলমন্ত্রী ও অন্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এখানেই শেষ নয়, বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছে না তৃণমূল। এদিন কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য, এসব করে রামকে ‘অপমান’ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সামনে ‘ছ্যাবলামি’ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ দিন প্রতিক্রিয়ায় কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, রামকে অপমান করছে। নিশ্চিতভাবে মন্দিরে, বাড়িতে পবিত্র হয়ে তাঁর নাম নেওয়া উচিত। কিন্তু উত্যক্ত করার জন্য, রেষারেষি করার জন্য, ছ্যাবলামি করার জন্য রামের নাম নেওয়া উচিত নয়।
এর পরেই ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রীর সামনে যে অসভ্যতা করেছে, তাতে যদি তৃণমূল চায়, ভরিয়ে দেবে, তাদের গলা টিপে দেবে। কিন্তু আমরা সৌজন্য দেখাচ্ছি। বিজেপি দলটা সৌজন্যের যোগ্যই নয়। মুখ্যমন্ত্রী তো নিজে হিন্দু এবং পুজো করেন। এটা নিয়ে ওনার সামনে ছ্যাবলামি করা হচ্ছে। এই করে ওনাকে অপমান করছে না, রামকে অপমান করছে।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার