০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ১০ ঘণ্টায় শিলিগুড়ি থেকে কাঠমান্ডু, ইন্দো-নেপাল বাস পরিষেবার সূচনা ফিরহাদের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ জুলাই ২০২২, বুধবার
  • / 88

পুবের কলম প্রতিবেদক: সম্প্রতি কলকাতা থেকে ঢাকা গ্রিন লাইন বাস পরিষেবা চালু হয়েছে। এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি) পরিচালিত শিলিগুড়ি থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু পর্যন্ত আন্তর্জাতিক বাস পরিষবা চালু করল রাজ্য। বুধবার ভারত-নেপাল আন্তর্জাতিক বাস পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

সরকারিভাবে জানানো হয়েছে, এবার ১০ ঘণ্টা সময়েই বাসে করে শিলিগুড়ি থেকে সরাসরি পৌঁছানো যাবে নেপালের কাঠমান্ডু।

আরও পড়ুন: Nepal Gen Z Protest: অগ্নিগর্ভ নেপালে আটকে বাঁকুড়ার ৩০০ শ্রমিক

এ দিন শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে এই বাস পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

আরও পড়ুন: নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে পারেন Kulman Ghising! তুঙ্গে জল্পনা

এ দিন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পরিবহণ দফতর ও গ্রিন লাইন বাস পরিষেবার যৌথ উদ্যোগে শুরু হল ইন্দো-নেপাল আন্তর্জাতিক বাস চলাচল। আগামী দিনে বাংলা থেকেও এই পরিষেবা শুরু হবে। ইতিমধ্যেই তার কাজ এগিয়েছে। বাকি কাজটা করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতর।

আরও পড়ুন: আগামী মাসেই শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে লায়ন সাফারি

রাজ্য সরকার ঠিক করেছে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করা হবে। তাই সবদিকেই নতুন নতুন বাস চালানো হচ্ছে। কলকাতাতেও বৈদ্যুতিক বাস চালাচ্ছে রাজ্য। এবার আন্তর্জাতিক বাস পরিষেবাকে সহজ করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য, কম খরচে পর্যটকদের নেপাল ঘোরার সুযোগ করে দেওয়া। একইসঙ্গে সরকারি আয় বাড়ানো।

জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে নেপালের কাঠমান্ডু বাস পরিষেবা আপাতত সপ্তাহে তিনদিন করেই পাওয়া যাবে। শিলিগুড়ি থেকে সোম, বুধ ও শুক্রবার বাস ছাড়বে নেপালের উদ্দেশে। অন্যদিকে নেপালের কাঠমান্ডু থেকে প্রতি মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার করে শিলিগুড়ির জন্য মিলবে বাস পরিষেবা। এজন্য দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের বন্দোবস্ত করা হয়েছে। একটি বাসের ৪০টি আসন রয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাত্র ১০ ঘণ্টায় শিলিগুড়ি থেকে কাঠমান্ডু, ইন্দো-নেপাল বাস পরিষেবার সূচনা ফিরহাদের

আপডেট : ৬ জুলাই ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক: সম্প্রতি কলকাতা থেকে ঢাকা গ্রিন লাইন বাস পরিষেবা চালু হয়েছে। এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি) পরিচালিত শিলিগুড়ি থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু পর্যন্ত আন্তর্জাতিক বাস পরিষবা চালু করল রাজ্য। বুধবার ভারত-নেপাল আন্তর্জাতিক বাস পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

সরকারিভাবে জানানো হয়েছে, এবার ১০ ঘণ্টা সময়েই বাসে করে শিলিগুড়ি থেকে সরাসরি পৌঁছানো যাবে নেপালের কাঠমান্ডু।

আরও পড়ুন: Nepal Gen Z Protest: অগ্নিগর্ভ নেপালে আটকে বাঁকুড়ার ৩০০ শ্রমিক

এ দিন শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে এই বাস পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

আরও পড়ুন: নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে পারেন Kulman Ghising! তুঙ্গে জল্পনা

এ দিন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পরিবহণ দফতর ও গ্রিন লাইন বাস পরিষেবার যৌথ উদ্যোগে শুরু হল ইন্দো-নেপাল আন্তর্জাতিক বাস চলাচল। আগামী দিনে বাংলা থেকেও এই পরিষেবা শুরু হবে। ইতিমধ্যেই তার কাজ এগিয়েছে। বাকি কাজটা করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতর।

আরও পড়ুন: আগামী মাসেই শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে লায়ন সাফারি

রাজ্য সরকার ঠিক করেছে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করা হবে। তাই সবদিকেই নতুন নতুন বাস চালানো হচ্ছে। কলকাতাতেও বৈদ্যুতিক বাস চালাচ্ছে রাজ্য। এবার আন্তর্জাতিক বাস পরিষেবাকে সহজ করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য, কম খরচে পর্যটকদের নেপাল ঘোরার সুযোগ করে দেওয়া। একইসঙ্গে সরকারি আয় বাড়ানো।

জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে নেপালের কাঠমান্ডু বাস পরিষেবা আপাতত সপ্তাহে তিনদিন করেই পাওয়া যাবে। শিলিগুড়ি থেকে সোম, বুধ ও শুক্রবার বাস ছাড়বে নেপালের উদ্দেশে। অন্যদিকে নেপালের কাঠমান্ডু থেকে প্রতি মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার করে শিলিগুড়ির জন্য মিলবে বাস পরিষেবা। এজন্য দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের বন্দোবস্ত করা হয়েছে। একটি বাসের ৪০টি আসন রয়েছে।