পুবের কলম, ওয়েবডেস্ক: ‘অপারেশন সিঁদুর’ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের বার্তা পৌঁছে দিতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরছে সাতটি প্রতিনিধি দল। সবগুলি প্রতিনিধি দল ভারতে ফেরার পরে তাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৯ বা ১০ জুন ওই বৈঠকের সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ, বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দলটি ভারতে ফেরার পরেই তাদের সঙ্গে বৈঠকে বসবেন মোদি। এদিকে, ৪ জুন অর্থাৎ বুধবার মন্ত্রিসভার বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। ‘অপারেশন সি¥দুর’-এর পর এটাই প্রথম মোদির ক্যাবিনেট মিটিং।
উল্লেখ্য, শাসক এবং বিরোধী শিবিরের সাংসদদের প্রতিনিধি দলটি মোট ৩৩টি দেশে ঘুরছে। সাতটি প্রতিনিধি দলে মোট ৫৯জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে ৩১জন গেরুয়া শিবিরের সাংসদ। বাকি ২০জন বিরোধী শিবিরের সাংসদ। এ ছাড়াও কয়েকজন অবসরপ্রাপ্ত কূটনীতিকও রয়েছেন ওই প্রতিনিধি দলগুলিতে।
জেডিইউ সাংসদ সঞ্জয়কুমার ঝায়ের নেতৃত্বে প্রতিনিধি দলটি আজ মঙ্গলবার ভারতে ফিরতে পারে। এই প্রতিনিধি দলেই রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া বিজেপি সাংসদ বৈজয়ন্ত পণ্ডাদের প্রতিনিধি দলটিরও আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে বলে সূত্রের খবর। বাকি ছ’টি দলও চলতি সপ্তাহেই দেশে ফিরে আসতে পারে। বাকি ওই প্রতিনিধি দলগুলির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর, বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, ডিএমকে সাংসদ কানিমোঝি, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এবং শিবসেনা সাংসদ শ্রীকান্ত একনাথ শিন্দে।






























