০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশ মেনেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

ইমামা খাতুন
  • আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার
  • / 31

পুবের কলম প্রতিবেদকঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ( West Bengal Board Of Madrasah Education) নির্দেশ মেনেই প্রথম দিনের প্রথম ভাষার পরীক্ষা সম্পন্ন হল। দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া হাই মাদ্রাসা , আলিম, ফাজিলের প্রথম দিনের প্রথম ভাষার পরীক্ষা সম্পন্ন হল নির্বিঘ্নেই।

জীবনের প্রথম বড় পরীক্ষা উপলক্ষ্যে ছাত্রছাত্রী তথা পরীক্ষার্থী সহ অভিভাবকদেরও মনে ছিল চাপা উৎকণ্ঠা, উত্তেজনা। যদিও অপ্রীতিকর কোনও ঘটনা ছাড়াই মাদ্রাসা শিক্ষা পর্ষদের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। অন্যদিকে, সোমবার উত্তর দিনাজপুরের রাহাতপুরের এক পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে এক পরীক্ষার্থী।  দ্রুততার সঙ্গে ভেন্যু ইনচার্জের তৎপরতায় অসুস্থ ছাত্রের চিকিৎসার পর তাকে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়।

READ MORE: চাকরিপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্য, পুনরায় বিপিএসসি পরীক্ষার দাবিতে সরব খান স্যার

এদিন বেনিয়াপুকুর হাই মাদ্রাসার পরীক্ষা সেন্টার থেকে বের হওয়ার পর ‘খিদিরপুরের মৌলানা মুহাম্মদ আলি মাদ্রাসার পড়ুয়া মুহাম্মদ নাসির, গোলাম নবি, সাজদা ‘খাতুন, শেখ সাজিয়া, তপশিয়ার মনুমেমোরিয়াল হাই  মাদ্রাসার আজিজুল হক, সানিয়া খান, তানিয়া পারভিন, নিখাত পারভিন, আরিফা খাতুন, নাসিমা খাতুনদের  বক্তব্য পরীক্ষা ভালই হয়েছে। পরীক্ষা সেন্টারে সমস্ত নিয়ম মেনেই প্রবেশ করতে দেওয়া হয়েছে। শিক্ষকদের কাছেও কোনও মোবাইল ছিল না। উল্লেখ্য, আজ, মঙ্গলবার হাইমাদ্রাসা , আলিম, ফাজিলে আরবি বিষয়ের পরীক্ষা রয়েছে।

https://puberkalom.com/sri-lanka-arrests-14-indian-fishermen/

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশ মেনেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ( West Bengal Board Of Madrasah Education) নির্দেশ মেনেই প্রথম দিনের প্রথম ভাষার পরীক্ষা সম্পন্ন হল। দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া হাই মাদ্রাসা , আলিম, ফাজিলের প্রথম দিনের প্রথম ভাষার পরীক্ষা সম্পন্ন হল নির্বিঘ্নেই।

জীবনের প্রথম বড় পরীক্ষা উপলক্ষ্যে ছাত্রছাত্রী তথা পরীক্ষার্থী সহ অভিভাবকদেরও মনে ছিল চাপা উৎকণ্ঠা, উত্তেজনা। যদিও অপ্রীতিকর কোনও ঘটনা ছাড়াই মাদ্রাসা শিক্ষা পর্ষদের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। অন্যদিকে, সোমবার উত্তর দিনাজপুরের রাহাতপুরের এক পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে এক পরীক্ষার্থী।  দ্রুততার সঙ্গে ভেন্যু ইনচার্জের তৎপরতায় অসুস্থ ছাত্রের চিকিৎসার পর তাকে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়।

READ MORE: চাকরিপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্য, পুনরায় বিপিএসসি পরীক্ষার দাবিতে সরব খান স্যার

এদিন বেনিয়াপুকুর হাই মাদ্রাসার পরীক্ষা সেন্টার থেকে বের হওয়ার পর ‘খিদিরপুরের মৌলানা মুহাম্মদ আলি মাদ্রাসার পড়ুয়া মুহাম্মদ নাসির, গোলাম নবি, সাজদা ‘খাতুন, শেখ সাজিয়া, তপশিয়ার মনুমেমোরিয়াল হাই  মাদ্রাসার আজিজুল হক, সানিয়া খান, তানিয়া পারভিন, নিখাত পারভিন, আরিফা খাতুন, নাসিমা খাতুনদের  বক্তব্য পরীক্ষা ভালই হয়েছে। পরীক্ষা সেন্টারে সমস্ত নিয়ম মেনেই প্রবেশ করতে দেওয়া হয়েছে। শিক্ষকদের কাছেও কোনও মোবাইল ছিল না। উল্লেখ্য, আজ, মঙ্গলবার হাইমাদ্রাসা , আলিম, ফাজিলে আরবি বিষয়ের পরীক্ষা রয়েছে।

https://puberkalom.com/sri-lanka-arrests-14-indian-fishermen/