০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যে প্রথম, বাঁশদ্রোণীর পেট্রোল পাম্পে মিলবে ন্যাপকিন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার
  • / 107

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদকঃ রাস্তায় বেরিয়ে আচমকা পিরিয়ড শুরু হলে অনেক মহিলাই বিড়ম্বনায় পড়েন ধারেকাছে স্যানিটারি ন্যাপকিন না থাকার জন্য। সেই সমস্যার কথা মাথায় রেখে এবার কলকাতার বাঁশদ্রোণীর এক পেট্রোল পাম্পে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসালেন কলকাতার এক ব্যক্তি। শোভন মুখোপাধ্যায় নামের ওই উদ্যোগী ব্যক্তি ‘কলকাতার প্যাডম্যান’ নামে পরিচিত ।

শোভন মুখোপাধ্যায়ের উদ্যোগে বুধবার বাঁশদ্রোণীর একটি পেট্রোল পাম্পের শৌচাগারে ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানো হল। রাজ্যে এই প্রথম কোনও পেট্রোল পাম্পে বসানো হল স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন। ওই ভেন্ডিং মেশিন থেকে মাত্র পাঁচ টাকা দিয়ে ন্যাপকিন নিতে পারবেন মহিলারা।

আরও পড়ুন: কাশ্মীরি-কন্নড় প্রথম ফিচার ফিল্ম, উপত্যকায় সিনেশিল্প পুনরুজ্জীবিত হওয়ার আশা

বাঁশদ্রোণীর বাসিন্দা শোভন জানান, মহিলাদের সমস্যার কথা মাথায় রেখে শহরের তিন-চারটি পেট্রোল পাম্পে ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানোর প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু কেউই রাজি হননি। অবশেষে বাঁশদ্রোণীর হিন্দুস্থান পেট্রলিয়ামের পাম্পে গিয়ে এই প্রস্তাব দিতেই তা গ্রহণ করেন পাম্পের ডিলার শালিনী সেন।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

শোভন বলেন, ‘কলকাতার সমস্ত পাবলিক টয়লেটে ভেন্ডিং মেশিন বসাতে পারলে এ কথা হয়তো মাথাতেই আসত না। কিন্তু অনেক পাবলিক টয়লেটে এখনও সেটা হয়নি। তাই এই উদ্যোগ’।

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশ মেনেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

অন্যদিকে পেট্রোল পাম্পের ডিলার শালিনী বলেন, ‘রাতের দিকে অনেকেই পাম্পের শৌচাগার ব্যবহার করেন। তাই আপৎকালীন সময়ে এই ভেন্ডিং মেশিনে তাঁদের সুবিধা হবে।’

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যে প্রথম, বাঁশদ্রোণীর পেট্রোল পাম্পে মিলবে ন্যাপকিন

আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার

পুবের কলম প্রতিবেদকঃ রাস্তায় বেরিয়ে আচমকা পিরিয়ড শুরু হলে অনেক মহিলাই বিড়ম্বনায় পড়েন ধারেকাছে স্যানিটারি ন্যাপকিন না থাকার জন্য। সেই সমস্যার কথা মাথায় রেখে এবার কলকাতার বাঁশদ্রোণীর এক পেট্রোল পাম্পে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসালেন কলকাতার এক ব্যক্তি। শোভন মুখোপাধ্যায় নামের ওই উদ্যোগী ব্যক্তি ‘কলকাতার প্যাডম্যান’ নামে পরিচিত ।

শোভন মুখোপাধ্যায়ের উদ্যোগে বুধবার বাঁশদ্রোণীর একটি পেট্রোল পাম্পের শৌচাগারে ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানো হল। রাজ্যে এই প্রথম কোনও পেট্রোল পাম্পে বসানো হল স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন। ওই ভেন্ডিং মেশিন থেকে মাত্র পাঁচ টাকা দিয়ে ন্যাপকিন নিতে পারবেন মহিলারা।

আরও পড়ুন: কাশ্মীরি-কন্নড় প্রথম ফিচার ফিল্ম, উপত্যকায় সিনেশিল্প পুনরুজ্জীবিত হওয়ার আশা

বাঁশদ্রোণীর বাসিন্দা শোভন জানান, মহিলাদের সমস্যার কথা মাথায় রেখে শহরের তিন-চারটি পেট্রোল পাম্পে ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানোর প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু কেউই রাজি হননি। অবশেষে বাঁশদ্রোণীর হিন্দুস্থান পেট্রলিয়ামের পাম্পে গিয়ে এই প্রস্তাব দিতেই তা গ্রহণ করেন পাম্পের ডিলার শালিনী সেন।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

শোভন বলেন, ‘কলকাতার সমস্ত পাবলিক টয়লেটে ভেন্ডিং মেশিন বসাতে পারলে এ কথা হয়তো মাথাতেই আসত না। কিন্তু অনেক পাবলিক টয়লেটে এখনও সেটা হয়নি। তাই এই উদ্যোগ’।

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশ মেনেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

অন্যদিকে পেট্রোল পাম্পের ডিলার শালিনী বলেন, ‘রাতের দিকে অনেকেই পাম্পের শৌচাগার ব্যবহার করেন। তাই আপৎকালীন সময়ে এই ভেন্ডিং মেশিনে তাঁদের সুবিধা হবে।’