বিহারে খুন করে নিউটাউনে গা ঢাকা, হাসপাতালে গুলি কাণ্ডে আটক ৫

- আপডেট : ১৯ জুলাই ২০২৫, শনিবার
- / 27
পুবের কলম, ওয়েব ডেস্ক: বিহারে খুন করে নিউটাউনে গা ঢাকা। হাসপাতালে ঢুকে গুলি কাণ্ডে আটক ৫। সম্প্রতি সোস্যাল সাইটে পাটনার একটি ভিডিয়ো ভাইরাল হয় । যাতে দেখা যাচ্ছে, কুখ্যাত দুষ্কৃতি চন্দন মিশ্রকে আইসিইউতে ঢুকে গুলি চালিয়ে খুন করছে একদল দুষ্কৃতী। মূলত গাঙ্গ ওয়ার থেকেই এই খুন ।
পুলিশ সূত্রে খবর, বিহারে খুন করার পরেই বাংলায় গা ঢাকা দেয় তারা । পুলিশ ও এসটিএফের যৌথ অভিযানে নিউটাউন সাপুরজি থেকে গ্রেফতার করা হয় তাদের। মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয় বলেই খবর।
কুখ্যাত দুষ্কৃতি চন্দন মিশ্রকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে মূল শুটার তৌসিফ রাজা ওরফে বাদশা। ঘটনাস্থলেই মারা যায় চন্দন। ওই কেবিনের অ্যাটেন্ড্যান্ট দুর্গেশ কুমারের পায়েও গুলি লাগে। মূল অভিযুক্ত বাদশার চার সহকারীর নাম প্রকাশ করে পুলিশ। তারা হল-আকিব মালিক, সোনু, কালু ওরফে মুস্তাকিম এবং ভিন্ডি ওরফে বলবন্ত সিং। তারা ফুলওয়ারি শরিফ ও বক্সারের বাসিন্দা।