‘হুজুর, আমরা বেঁচে আছি’ বিডিওকে স্মারকলিপি দিয়ে আর্তি পাঁচ ‘মৃত’ ভোটারের

- আপডেট : ১১ অক্টোবর ২০২৫, শনিবার
- / 378
পুবের কলম, ওয়েবডেস্ক: ‘হুজুর, আমরা বেঁচে আছি’। এবার এমনই আর্তি শোনা গেল বিহারের পাঁচ ‘মৃত’ ভোটারের মুখে। বেচে থাকার পরও ভোটার তালিকায় তাদের ‘মৃত’ বলে দেখানো হয়েছে। যে পাঁচ জনের নাম ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে তাঁরা হলেন, মোহন শাহ, সঞ্জয় যাদব, রামরূপ যাদব, নরেন্দ্র কুমার দাস, এবং বিষ্ণবর প্রসাদ।
বিষয়টি জানার পরই বিহারের ধরাইয়া ব্লকের বাতসার গ্রামের পাঁচ বৃদ্ধের মাথায় হাত। ঘটনার কথা জানিয়ে বিডিও অরবিন্দ কুমারের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তাঁরা। সেই আবেদন পত্রে বৃদ্ধরা লিখেছেন, ‘স্যর, আমরা এখনও বেঁচে আছি।’ নির্বাচনের এক মাসেরও কম সময় বাকি। কিন্তু, ভোটার তালিকা নিয়ে এখনও জট কাটছে না বিহারে। স্বাভাবিক ভাবেই কমিশনের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, এসআইআর-এর পরে নতুন ভোটার তালিকা বেরিয়েছে। এবার পাঁচ ‘জীবিত’ ভোটার দেখলেন সেই নতুন তালিকা অনুযায়ী তাঁরা ‘মৃত’। সমাজকর্মী ইন্দ্রদেব মণ্ডলের নেতৃত্বে বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন ওই পাঁচ বৃদ্ধ। এই ভুলের ফলে তাঁরা যদি ভোট দিতে না পারেন, রীতিমতো আশঙ্কা ঘিরে ধরেছে।
স্মারকলিপি পাওয়ার পরেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও। বুথ লেভেল অফিসারকে ফর্ম ৬ পূরণ করে নাম পুনর্বহালের নির্দেশও দিয়েছেন তিনি। বিডিও অরবিন্দ বলেন, ‘যোগ্য ভোটার বঞ্চিত হবেন না। আমরা সব রকম চেষ্টা করছি।’