২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বন্যায় প্লাবিত এলাকা, শাবকদের বাঁচাতে মা কুকুরের ছোটাছুটি

সুস্মিতা
  • আপডেট : ৩০ জুলাই ২০২৩, রবিবার
  • / 33

পুবের কলম, ওয়েবডেস্ক: বন্যায় প্লাবিত হয়েছে অন্ধ্রের বেশকিছু এলাকা। সেই বন্যায় একটি ঘরে আটকে ছিল কিছু শাবক। নিজের সন্তানকে বাঁচাতে এদিক ওদিক ছুটতে দেখা গেলো মা কুকুরকে। অবশেষে কুইক রেসপন্স টিমের তৎপরতায় উদ্ধার হল শাবকগুলি। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সন্তানের জন্য মা’য়ের লড়াই, দৃশ্য দেখে মা কুকুরটির প্রশংসা করেছে নেটিজেনরা।

 

আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে জাতভিত্তিক সমীক্ষা শেষ হবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে

জানা গিয়েছে, অন্ধ্রের এনটিআর জেলার নন্দিগামা মন্ডলের আম্বারুপেটা গ্রাম বন্যায় প্লাবিত হয়েছিল। ওই গ্রামের একটি বাড়িতে আটকে ছিল কয়েকটি শাবক। সেই শাবকগুলিকে বাঁচাতে কাতর আর্জি নিয়ে ছোটাছুটি শুরু করেন মা কুকুর। পাশের ইথাভারম এলাকায় কুইক রেসপন্স টিম উদ্ধার কাজ করছিল। তারা লক্ষ্য করেন, একটি মা কুকুর রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রবল বন্যার জলে সে পারাপার হতে পারছে না। কুইক রেসপন্স টিম সাহায্যের জন্য এগিয়ে গেলে, মা কুকুরটি তাদের ভগ্নপ্রায় একটি বাড়িতে নিয়ে যায়। তারপরই উদ্ধারকারীরা শাবকগুলিকে উদ্ধার করে মা’য়ের কোলে ফিরিয়ে দেয়।

আরও পড়ুন: মা-মেয়েকে সেতু থেকে ছুড়ে ফেলল প্রেমিক, পাইপ ধরে ঝুলে সাহসিকতার পরিচয় নাবালিকার

ডেপুটি পুলিশ কমিশনার অজিতা ভেজেন্ডলা বলেন, খাবারের সন্ধানে ইথাভারম গ্রামে এসেছিল কুকুরটি। কুইক রেসপন্স টিম শাবকগুলিকে উদ্ধার করে মা’য়ের কোলে ফরিয়ে দেয়। তার শাবকদের দেখে সে খুব খুশি হয়েছিল। শাবকগুলির জন্য খাবারের ব্যবস্থা করা হয় এবং পুলিশ কর্মীদের সঙ্গে শাবকগুলি সহ কুকুরটি সময় কাটায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্যায় প্লাবিত এলাকা, শাবকদের বাঁচাতে মা কুকুরের ছোটাছুটি

আপডেট : ৩০ জুলাই ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বন্যায় প্লাবিত হয়েছে অন্ধ্রের বেশকিছু এলাকা। সেই বন্যায় একটি ঘরে আটকে ছিল কিছু শাবক। নিজের সন্তানকে বাঁচাতে এদিক ওদিক ছুটতে দেখা গেলো মা কুকুরকে। অবশেষে কুইক রেসপন্স টিমের তৎপরতায় উদ্ধার হল শাবকগুলি। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সন্তানের জন্য মা’য়ের লড়াই, দৃশ্য দেখে মা কুকুরটির প্রশংসা করেছে নেটিজেনরা।

 

আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে জাতভিত্তিক সমীক্ষা শেষ হবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে

জানা গিয়েছে, অন্ধ্রের এনটিআর জেলার নন্দিগামা মন্ডলের আম্বারুপেটা গ্রাম বন্যায় প্লাবিত হয়েছিল। ওই গ্রামের একটি বাড়িতে আটকে ছিল কয়েকটি শাবক। সেই শাবকগুলিকে বাঁচাতে কাতর আর্জি নিয়ে ছোটাছুটি শুরু করেন মা কুকুর। পাশের ইথাভারম এলাকায় কুইক রেসপন্স টিম উদ্ধার কাজ করছিল। তারা লক্ষ্য করেন, একটি মা কুকুর রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রবল বন্যার জলে সে পারাপার হতে পারছে না। কুইক রেসপন্স টিম সাহায্যের জন্য এগিয়ে গেলে, মা কুকুরটি তাদের ভগ্নপ্রায় একটি বাড়িতে নিয়ে যায়। তারপরই উদ্ধারকারীরা শাবকগুলিকে উদ্ধার করে মা’য়ের কোলে ফিরিয়ে দেয়।

আরও পড়ুন: মা-মেয়েকে সেতু থেকে ছুড়ে ফেলল প্রেমিক, পাইপ ধরে ঝুলে সাহসিকতার পরিচয় নাবালিকার

ডেপুটি পুলিশ কমিশনার অজিতা ভেজেন্ডলা বলেন, খাবারের সন্ধানে ইথাভারম গ্রামে এসেছিল কুকুরটি। কুইক রেসপন্স টিম শাবকগুলিকে উদ্ধার করে মা’য়ের কোলে ফরিয়ে দেয়। তার শাবকদের দেখে সে খুব খুশি হয়েছিল। শাবকগুলির জন্য খাবারের ব্যবস্থা করা হয় এবং পুলিশ কর্মীদের সঙ্গে শাবকগুলি সহ কুকুরটি সময় কাটায়।